শেষ আপডেট: 5th October 2024 20:26
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে ওয়াইফাই কানেকশন রয়েছে? কিন্তু তা সত্ত্বেও দরকারে ঠিক মতো কাজ করছে না। অপারেটরকে ফোন করেও কোনও লাভ হচ্ছে না। তাহলে আসল কারণটা কী? হতে পারে যে জায়গায় রাউটারটি রাখা, সেই জায়গাটি ঠিক নয়।
বিশেষজ্ঞদের মতে, সঠিক জায়গায় ওয়াইফাই রাউটার না রাখলে তাতে কানেকশনের সমস্যা হতে পারে। বেশিরভাগ মানুষই রাউটারটিকে সঠিক জায়গায় রাখেন না। ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে থাকে। প্রশ্ন হল কেমনভাবে আপনার ওয়াইফাই রাউটার রাখলে হাই স্পিড ইন্টারনেট পাওয়া যাবে?
কোনও বদ্ধ ঘরে রাউটার ইনস্টল না করাই ভাল। এতে পুরো বাড়িতে ইন্টারনেট কানেকশন পাওয়া যায় না। অর্থাৎ যদি কোনও নির্দিষ্ট ঘরে রাউটারটি রাখা হয়, তাহলে শুধু সেই ঘরেই কানেকশন থাকে। বাকি ঘরগুলোতে পৌছাতে পারে না। তাই যতটা সম্ভব খোলা জায়গায় রাখা উচিত। অর্থাৎ বারান্দা বা ডায়নিং রুমে রাখা যেতে পারে।
যদি দোতলা বাড়ি হয়, তাহলে একতলা আর দোতলার মাঝে কোথাও রাউটারটি সেট করে দেওয়া উচিত। এতে বাড়ির যে কোনও ঘরেই সহজে কানেকশন পাওয়া যায়। তবে যদি নির্দিষ্ট কোনও তলায় রাখা হয়, তাহলে গোটা বাড়িতে কানেকশনের সমস্যা দেখা দিতে পারে।
এসব ছাড়াও যদি মনে হয়, রাউটার কানেকশনেই সমস্যা। তাহলে অপারেটরের সাহায্য নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই।