শেষ আপডেট: 8th January 2025 18:27
দ্য ওয়াল ব্যুরো: ওয়ানপ্লাস ১৩ এবং ওয়ানপ্লাস ১৩R(আর) স্মার্টফোন দু'টি ভারতে সহ বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে। নতুন এই স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন চিপসেট, ৬০০০এমএএইচ ব্যাটারি এবং ১০০ওয়াট পর্যন্ত দ্রুত চার্জিং সাপোর্ট। ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সিস্টেম। এই ফোনগুলির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
ওয়ানপ্লাস ১৩ এবং ওয়ানপ্লাস ১৩R(আর)-এর দাম ভারতে কত?
ভারতে ওয়ানপ্লাস ১৩-এর দাম শুরু হচ্ছে ১২জিবি ব়্যাম এবং ২৫৬জিবি স্টোরেজের ভেরিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। এর সবচেয়ে আপডেটেড ভেরিয়েন্টে রয়েছে ২৪জিবি ব়্যাম এবং ১টিবি স্টোরেজ, যার দাম ৮৬,৯৯৯ টাকা। ফোনটি আর্কটিক ডন, ব্ল্যাক ইক্লিপস এবং মিডনাইট ওশান রঙে পাওয়া যাবে।
অন্যদিকে, ওয়ানপ্লাস ১৩R-এর দাম ১২জিবি ব়্যাম এবং ২৫৬জিবি স্টোরেজের ভেরিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা। ১৬জিবি ব়্যাম এবং ৫১২জিবি স্টোরেজের ভেরিয়েন্টটির দাম ৪৯,৯৯৯ টাকা। এই ফোনটি অ্যাস্ট্রাল ট্রেইল এবং নেবুলা নোয়ার রঙে লঞ্চ হয়েছে।
ওয়ানপ্লাস ১৩-এর স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস ১৩-এ ডুয়াল সিম সাপোর্ট এবং অ্যান্ড্রয়েড ১৫ রয়েছে। ৬.৮২ ইঞ্চি কোয়াড এইচডি+ ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ২৪জিবি ব়্যাম, ১টিবি স্টোরেজ। ট্রিপল ক্যামেরা (৫০ মেগাপিক্সেল প্রধান), ৬০০০এমএএএইচ ব্যাটারি, ১০০ওয়াট সুপার ভুক ফাস্ট চার্জিং এবং ৫০ওয়াট ওয়্যারলেস চার্জিং।
ওয়ানপ্লাস ১৩R-এর স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস ১৩R-এ ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে, ১২০হার্টস রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট, ১৬জিবি ব়্যাম, ৫১২জিবি স্টোরেজ। ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৬০০০এমএএএইচ ব্যাটারি, ৮০ওয়াট ফাস্ট চার্জিং, আইপি৬৫ রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।