শেষ আপডেট: 21st September 2024 18:52
দ্য ওয়াল বুরো: পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগেই ই-কমার্স সাইটগুলো দুর্দান্ত সব অফার নিয়ে হাজির হচ্ছে। জামা-কাপড়, জুতো থেকে শুরু করে ল্যাপটপ, টিভি সবেতেই ছাড় পাওয়া যাচ্ছে। সেই তালিকায় রয়েছে ওয়ানপ্লাস ১২ সিরিজও। পুজোর আগে ফোন কেনার প্ল্যান করে থাকলে, এই ডিসকাউন্টকে কাজে লাগাতেই হবে।
ওয়ানপ্লাস-এর প্রিমিয়াম স্মার্টফোনের উপর অফার দেওয়া হয়েছে। সেই দু'টি ফোন হল ওয়ানপ্লাস ১২ ও ওয়ানপ্লাস ১২ আর। চলতি বছরের প্রথমেই এই দু'টি ফোন বাজারে এনেছিল কোম্পানিটি। দেখে নেওয়া যাক কী কী অফার রয়েছে।
অফারের সম্ভার:
এই ফোন দু'টিতে ৫০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। যদি জিও-এর সিম ব্যবহার করেন, তাহলে অতিরিক্ত ২,২৫০ টাকার ছাড় পাওয়া যাবে। সব মিলিয়ে ফোনট কিনতে বেশি টাকা খরচ করতে হবে না।
ওয়ানপ্লাস ১২
অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনের ১৬জিবি ব়্যাম এবং ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ইনস্ট্যান্ট ৫,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও অনেক ইএমআই অফার রয়েছে। সেগুলো দিয়েও কেনা যেতে পারে।
ওয়ানপ্লাস ১২ আর
অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনের ১৬জিবি ব়্যাম এবং ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৫,৯৯৯ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ইনস্ট্যান্ট ২,০০০ টাকা পাওয়া যাবে। এছাড়াও রয়েছে আরও অনেক অফার।