শেষ আপডেট: 1st December 2023 15:48
দ্য ওয়াল ব্যুরো: মোবাইল আছে, কিন্তু সিমকার্ড নেই এ তো হতে পারে না। দৈনন্দিন জীবনে যতই মোবাইলের গুরুত্ব ও বিক্রি বাড়ছে ততই বাড়ছে সিমকার্ডের চাহিদা। আর সেইসঙ্গে সিমকার্ড ব্যবহার করে প্রতারণাও বাড়ছে হুহু করে। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার কড়া নীতি নিয়েছে। আজ থেকে অর্থাৎ, ১ ডিসেম্বর থেকেই সিমকার্ড সংক্রান্ত একাধিক নিয়ম পাল্টে যাচ্ছে!
আপনি যদি এখনও কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম সম্পর্কে অবগত না হয়ে থাকেন, তবে জেনে নিন চটজলদি। সিমকার্ড কিনতে গেলে আপনাকে নিজের আসল পরিচয় জানাতেই হবে। কেউ যদি পরিচয় গোপন করে বেনামে সিম কেনেন, তবে বড় বিপদে পড়বেন। কেন্দ্রীয় টেলিকমিউকেশন মন্ত্রক এই নতুন নিয়মের কথা মাস চারেক আগেই ঘোষণা করেছিল। সেই নিয়মই ১ ডিসেম্বর থেকে কার্যকর হতে চলেছে।
সিমকার্ড বিক্রি ও কেনার ক্ষেত্রে কী কী নিয়ম মানতে হবে?
দেশজুড়ে প্রচুর সিমকার্ড ডিলার রয়েছেন। কিন্তু এবার থেকে তাঁদের সকলকে নির্দিষ্ট ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাঁদের কাছে যত সিম আছে সব রেজিস্ট্রেশন করাতে হবে।
৩০ নভেম্বর, সিম ডিলারদের নাম নথিভুক্তকরণের শেষ তারিখ ছিল। যদি কোনও ডিলার এই সময়ের মধ্যে সেই কাজ সম্পন্ন না করে থাকেন, তবে গুনতে হবে ১০ লাখ টাকা জরিমানা।
শুধু তাই নয়, সিমকার্ড ডিলারদের পুলিশ ভেরিফিকেশনও এখন বাধ্যতামূলক।
এত তো গেল ডিলারের কথা। যাঁদের সিমকার্ড রয়েছে, কিংবা যাঁরা নতুন সিম নেবেন বলে ভাবছেন তাঁদের ডেমোগ্রাফি ডেটা সংগ্রহ করতে হবে। যেমন, বয়স, লিঙ্গ, ঠিকানা ইত্যাদি। সেইসঙ্গে আধার কার্ড ভেরিফিকেশন বাধ্যতামূলক।
একই তথ্য ব্যবহার করে একসঙ্গে অনেক সিম নেওয়া যাবে না। একজন ব্যক্তি শুধুমাত্র ব্যবসায়িক কাজেই একসঙ্গে একাধিক সিম কার্ড নিতে পারবেন।
নতুন নিয়ম অনুযায়ী, একটি আইডি দিয়ে আপনি সর্বোচ্চ ৯টি সিম কার্ড তুলতে পারবেন।
সিম জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ করছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই এই ব্যাপার বিভিন্ন নেটওয়ার্ক পরিষেবা সংস্থাকে নতুন নিয়ম সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে।