শেষ আপডেট: 16th September 2024 13:17
দ্য ওয়াল ব্যুরো: নতুন সিম কেনার ক্ষেত্রে এবার বড়সড় নিয়ম আনল টেলিযোগাযোগ বিভাগ (ডট)। যেকোনও কোম্পানির সিমের ক্ষেত্রেই এই নিয়ম আনা হয়েছে। ফলে এয়ারটেল, জিও, বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়া-এর মতো বড় টেলিকম অপারেটরদের কাছ থেকে সিম কার্ড কেনা খুবই সহজ হবে।
কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
টেলিযোগাযোগ বিভাগের মতে, জালিয়াতি আটকাতে নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে সিম কেনার ক্ষেত্রে কোনও কাগজ পত্র লাগবে না। ফলে জালিয়াতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
নতুন নিয়মে, সিম কার্ড কিনতে বা টেলিকম অপারেটর পরিবর্তন করতে (সিম কার্ড পোর্ট করতে) টেলিকম কোম্পানির অফিসে যেতে হবে না। পুরো প্রক্রিয়া অনলাইনেই হয়ে যাবে। ফলে নতুন সিম কার্ড পেতে কোনও ঝামেলা ছাড়াই অনলাইনে আবেদন করা যাবে। তারপরে সমস্ত ডকুমেন্ট যাচাই করা হবে। সব ঠিক থাকলে সিম কার্ড বাড়িতে ডেলিভারি করা হবে।
Buying a new SIM? It's now all paperless with e-KYC! ????
— DoT India (@DoT_India) September 13, 2024
5 points we all should know - pic.twitter.com/do9sftRQ6o
সরকারের তরফে এক্স-এ একটি পোস্ট শেয়ার করা হয়েছে। তাতে সিম কার্ড কেনার নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত হয়েছে। কেন এই নিয়ম আনা হল, সেই বিষয়েও পোস্টে লেখা হয়েছে। পোস্ট অনুযায়ী, নতুন নিয়মগুলি জালিয়াতি বন্ধ করবে এবং সিম কার্ড অনেক সহজেই কেনা যাবে।
বর্তমানে সরকারের লক্ষ্য হল প্রতারণা থেকে মানুষকে রক্ষা করা এবং ভারতকে একটি ডিজিটাল দেশ করা। সরকার ইতিমধ্যেই ই-কেওয়াইসি চালু করেছে। ফলে সিম কার্ড কিনতে বা প্রিপেইড থেকে পোস্টপেইড বা পোস্টপেইড থেকে প্রিপেইড পরিবর্তন করতে টেলিকম কোম্পানির অফিসে যেতে হবে না। অনলাইনেই করে ফেলা যাবে।