শেষ আপডেট: 27th October 2024 18:36
দ্য ওয়াল ব্যুরো: মারুতি সুজুকির অন্যতম জনপ্রিয় সেডান গাড়ি সুইফ্ট ডিসায়ারের নতুন মডেল আসছে আগামী মাসে। ২০২৪ সালের এই মডেলটি লঞ্চ হতে চলেছে নভেম্বর ১১-তে। আগের মডেলগুলির থেকে এটি বেশ খানিকটা আলাদা। মিলবে ৬.৯৯ লক্ষ টাকা থেকে।
কী কী নতুন ফিচার থাকবে এই মডেলে?
ইঞ্জিন, গিয়ারবক্স থেকে কেবিন ও ইন্টিরিয়র। বাকি সুইফ্ট ডিসায়ারের থেকে অনেকটাই আলাদা এই নতুন মডেল।
ফিচার
- ডুয়ালটোন ইন্টিরিয়র পাওয়া যাবে এই নতুন মডেলে
- পাওয়ার উইন্ডো থাকছে
- সেন্টার লকিংয়ের ব্যবস্থা রয়েছে
- ৬টা এয়ারব্যাগ দেওয়া হয়েছে এই মডেলে
- রিভার্স পার্কিং সেন্সর রয়েছে
- রেয়ার ডিফগারও রয়েছে।
ইঞ্জিন ও গিয়ারবক্স
- ডিসায়ারের এই জেড সিরিসের গাড়িতে ১.২ লিটার ৩ পট পেট্রল মোটর দেওয়া হয়েছে।
- ৮১.৫৮ এইপি টর্ক থাকছে।
- ৫ স্পিড এমটি ও ৫ স্পিড এএমটি, এই দুই অপশন পাওয়া যাবে।
- এলএক্সআই, ভিএক্সআই, ভিএক্সআই (ও), জেডএক্সআই ও ডেজএক্সআই প্লাস- এই পাঁচটা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে নতুন সুইফ্ট ডিসায়ার।
দাম শুরু ৬.৯৯ লক্ষ টাকা থেকে। গাড়ির ভ্যারিয়েন্ট অনুযায়ী দামের হেরফের হতে পারে।