শেষ আপডেট: 10th January 2025 20:09
দ্য ওয়াল ব্যুরো: মার্সিডিজ-বেঞ্জ ভারতে ২০২৫ সালে নতুন করে বাজারে একাধিক গাড়ি নিয়ে এসেছে। ভারতের বাজারে দু'টি নতুন গাড়ি, জি ৫৮০ এবং ইকিউএস ৪৫০ এসইউভি লঞ্চ করেছে। এছাড়াও, সংস্থা জানিয়েছে যে বছরে ভারতে আরও আটটি নতুন মডেল লঞ্চ করবে। এর মধ্যে থাকবে বৈদ্যুতিক গাড়ি এবং কিছু বিশেষ সংস্করণের গাড়ি। প্রথম লঞ্চ হবে ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে সিএলই ৫৩ কুপে মডেল দিয়ে।
২০২৪ সালে সংস্থার ১২ শতাংশ বিক্রি বেড়েছে। ১৯,৫৬৫টি গাড়ি বিক্রি করেছে, যেখানে ২০২৩ সালে বিক্রি হয়েছিল ১৭,৪০৮টি। এই বৃদ্ধির কারণ হিসেবে সংস্থা জানিয়েছে, বৈদ্যুতিক গাড়ির (বিইভি) পরিসর বৃদ্ধি, স্থানীয় উৎপাদন এবং বিলাসবহুল গাড়ির (টিইভি) চাহিদাও বেড়েছে।
২০২৪ সালে মার্সিডিজ ১৪টি নতুন মডেল লঞ্চ করেছিল, যার মধ্যে ইকিউএ, ইকিউএস মেব্যাক এবং ইকিউএস এসইউভি ছিল। বৈদ্যুতিক গাড়ির বিক্রি ৯৪ শতাংশ বেড়েছে।
এএমজি সিএলই ৫৩ কুপে
এই নতুন গাড়ি ই৫৩ কুপে-এর আপডেটেড ভার্সন হিসেবে বাজারে আসবে। এর ডিজাইনে থাকবে এএমজি-র অটোমেটিক স্টাইলিং, প্যানআমেরিকানা গ্রিল এবং এলইডি হেডল্যাম্প। গাড়ির ভেতরে রয়েছে ফ্ল্যাট-বটম স্টিয়ারিং, ১২.৩-ইঞ্চি চালকের ডিসপ্লে এবং ১১.৯-ইঞ্চি টাচ-স্ক্রিন। এছাড়াও, থাকছে এমবিইউএক্স সিস্টেম।