শেষ আপডেট: 10th March 2025 22:49
দ্য ওয়াল ব্যুরো: দেশে সোমবার মুখ থুবরে পড়ল টুইটার অর্থাৎ এক্স (X)। বহু ব্যবহারকারী অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন, সপ্তাহের শুরুতেই তাঁরা এক্স হ্যান্ডেল ব্যবহার করতে পারছেন না।
ডাউনডিটেক্টর-এর রিপোর্ট অনুযায়ী, দুপুর ৩টে নাগাদ প্রথমবার এক্স থমকে যায়। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেননি ২২০০ জন ভারতীয়।
এরপর সন্ধে সাড়ে ৭টার দিকে ফের সমস্যা দেখা দেয়। প্রায় ১৫০০ জনের ফোনে এই প্ল্যাটফর্ম হয় খোলেনি নাহয় কিছু পোস্ট করা বা দেখা যায়নি।
পরিসংখ্যান অনুযায়ী ৫২% ব্যবহারকারী ওয়েবসাইট সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছেন। ৪১% সমস্যায় পড়েছেন অ্যাপ খুলতে গিয়ে। ৮% ব্যবহারকারীর সার্ভার সংযোগ সংক্রান্ত সমস্যা হয়েছে।
এখনও পর্যন্ত ইলন মাস্কের সংস্থার (X) তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।