শেষ আপডেট: 12th September 2024 18:45
দ্য ওয়াল ব্যুরো: মারুতি সুজ়ুকি অবশেষে তার সিএনজি মডেল (সুইফট এস-সিএনজি) নিয়ে এল। গ্রাহকরা নতুন সুইফটের সিএনজি ভ্যারিয়েন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাই বাজারের চাহিদা বিবেচনা করে, কোম্পানিটি নতুন সুইফ্ট এস-সিএনজি আনল। গাড়িটি ৩২.৮৫ কিমি/কেজি মাইলেজ দেবে বলে দাবি কোম্পানির।
ভারতে নতুন সুইফ্ট সিএনজির দাম:
মারুতি সুজ়ুকি সুইফ্ট-এর ভিএক্সআই সিএনজি ভ্যারিয়েন্টের দাম (এক্স-শোরুম) ৮,১৯,৫০০ টাকা। এর ভিএক্সআই (ও) সিএনজি ভ্যারিয়েন্টের (এক্স-শোরুম) দাম ৮,৪৬,৫০০ টাকা। জেডএক্সআই সিএনজি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে (এক্স-শোরুম) ৯,১৯,৫০০ টাকা। তবে প্রথমে ২১,৬২৮ টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে ভাড়ায় নতুন সুইফট এস-সিএনজি নেওয়া যাবে।
নতুন সুইফট সিএনজির পাওয়ার এবং মাইলেজ
নতুন সুইফ্ট সিএনজি-এ একটি নতুন ১.২ লিটার জি-সিরিজ ডুয়াল ভিভিটি ইঞ্জিন রয়েছে, যাতে সর্বোচ্চ ৬৯.৭৫ পিএস শক্তি এবং ১০১.৮ নিউটন মিটারের পিক টর্ক জেনারেট হয়। সুইফট সিএনজি-র সমস্ত ভ্যারিয়েন্টে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে।
নতুন গাড়িটি শুধু দেখতে সুন্দরই নয়, কোম্পানি এতে অনেক ফিচারও দিয়েছে। নতুন সুইফট সিএনজিতে ৭-ইঞ্চি স্মার্ট প্লে প্রো ইনফোটেইনমেন্ট সিস্টেম, সুজুকি কানেক্ট, অটোমেটিক ওয়েদার কন্ট্রোল, রিয়ার এসি ভেন্ট, ওয়্যারলেস চার্জার, ৬০:৪০ স্প্লিট রিয়ার সিট, ৬টি এয়ারব্যাগ, হিল হোল্ড অ্যাসিস্ট রয়েছে।