শেষ আপডেট: 9th November 2024 18:21
দ্য ওয়াল ব্যুরো: কেবল গাড়ির মাইলেজের ওপর ভিত্তি করে গাড়ি কেনার দিন শেষ। সাধের গাড়িটি কিনতে যাওয়ার আগে মাইলেজের পাশাপাশি এখন যাত্রী সুরক্ষাতেও নজর দিচ্ছে গাড়ির ক্রেতারা। সেই কারণে গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলিও নিরাপত্তার দিকে বেশি জোর দিয়েছে। এদিকে আবার মাইলেজের দিক থেকে এগিয়ে থাকলেও, সুরক্ষা রেটিং নিয়ে বেশ ভয় থাকত মারুতি সুজুকি কোম্পানিটি।
এবার সেইসব চিন্তা মুছে ফেলল দেশের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মারুতি সুজুকি। কোম্পানিটি বর্তমানে দেশে সর্বোচ্চ সংখ্যক গাড়ি বিক্রি করে। কিন্তু আজও মারুতি গাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছেই। এতদিন পর্যন্ত মারুতি গাড়িগুলি বিশ্বব্যাপী ক্র্যাশ পরীক্ষায় পিছিয়ে রয়েছে পড়তো।
তবে এবার ২০২৪-এ মারুতি-এর আসন্ন নতুন মারুতি সুজুকি ডিজায়ারের চতুর্থ প্রজন্মের মডেল লঞ্চের আগেই বিশ্বের কাছে তার শক্তি এবং নিরাপত্তা প্রমাণ করে দিয়েছে। এই গাড়িটি গ্লোবাল এনসিএপি দ্বারা ক্র্যাশ-পরীক্ষায় 5-স্টার রেটিং পেয়েছে।
কী এই ক্র্যাশ টেস্ট?
যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন বিষয় পরিমাপ করা হয় গ্লোবাল এনক্যাপ রেটিংয়ে। এই গোটা পরীক্ষানিরীক্ষাকে ক্র্যাশ টেস্ট বলা হয়। এই পরীক্ষায় প্রথম মারুতির কোনও মডেল ফাইভ স্টার রেটিং পেল। ফলে কোম্পানিটি যে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে তুলতে পারল, তা বলাই যায়।
কত রেটিং পেয়েছে?
কোম্পানির মতে, নিজে থেকেই এই গাড়ি পরীক্ষার জন্য পাঠিয়েছে মারুতি সুজুকি। গাড়িটি প্রাপ্তবয়স্কদের নিরাপত্তায় পাঁচ স্টার ও শিশুদের নিরাপত্তায় চারটে স্টার রেটিং পেয়েছে। এই স্কোরের পরিপ্রেক্ষিতে ডিজায়ার ৩৪-এর মধ্যে ৩১.২৪ পয়েন্ট রয়েছে। আর শিশুদের নিরাপত্তায় ৪২-এর মধ্যে ৩৯.২ পেয়েছে।
গাড়িটির ডিজাইনে বড়সড় চমক দিয়েছে মারুতি সুজুকি। সেডান গাড়িটিতে সম্পূর্ণ নতুন এক্সটিরিয়ার ডিজাইনের সুবিধা দেওয়া হয়েছে। এটির সঙ্গে নতুন সুইফট বা পুরনো ডিজায়ারের মডেলের কোনও সম্পর্ক নেই। গাড়িটির সামনে রয়েছে প্রমিনেন্ট গ্রিল ও সঙ্গে স্লিক রেকট্যাঙ্গুলার এলইডি হেডল্যাম্প।
এছাড়াও রয়েছে নতুন ডিজাইনের ফগ ল্যাম্প হাউজিং ও বোল্ড গ্লস ব্ল্যাক ট্রিম যেটি হেডল্যাম্পগুলিকে লিঙ্ক করেছে। পিছনের দিকে টেল লাইটগুলিতে ওয়াই আকৃতির এলইডি এলিমেন্ট রয়েছে।