শেষ আপডেট: 22nd March 2025 20:28
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালে এসইউভিতে নতুনত্ব আনতে গেলে শুধুমাত্র আলাদা ডিজাইন, নতুন ইঞ্জিনের কথা ভাবলে হবে না। মানুষের চিন্তাভাবনার মধ্যে যা ইতিমধ্যেই চলে এসেছে তার থেকে সরে গিয়ে আলাদা করে কিছু ভাবতে হবে। সে কথা ভেবেই কিয়ার নতুন এসইউভি মডেল (SUV) সিরস এনেছে আরও স্পেস। যা অন্য যে কোনও ‘টল বয়’ ফ্যানের কাছে স্বপ্নের মতো। প্র্যাক্টিক্যাল ডিজাইনের (Design) সঙ্গে আরও আরামপ্রদ (Comfortable) জার্নি, এটাই কিয়া সিরসের (Kia Syros) নতুন চমক।
কিয়া সিরসের স্টাইলিশ আর্কিটেকচার:
শুধু ডিজাইনই শেষ কথা নয়। কিয়া সিরসের ফাটাফাটি আর্কিটেকচারও (Architechture) চোখ টানার মতো। এর ইনফোটেইনমেন্ট ও ইন্সট্রুমেন্টেশনের জন্য ১২.৩ ইঞ্চি ডিসপ্লে, চমৎকার রিক্লাইনিং ও ভেন্টিলেটেড রিয়ার সিট, প্যানোরামিক সানরুফ এবং ডুয়াল ড্যাশক্যাম সিরসের মুখ্য ফিচারগুলির (Features) মধ্যে অন্যতম। সব মিলিয়ে লম্বা সফরের জন্য সব রকমভাবে প্রস্তুত।
সনেট এবং ফ্যামিলি-কার সেলটোর মাঝামাঝি কিছু ভাবতে চাইলে, সিরস ভাল ও স্পেসিফিক অপশন হতে পারে আপনার জন্য। কিয়া সিরসের ইউনিক ফিচার-ডিজাইন-আর্কিটেকচারের পারফেক্ট মেলবন্ধন, যা ক্রেতাদের কাছে কমপ্যাক্ট এসইউভি চয়েস হতে পারে।
বাড়তি দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা-সহ বেটার হুইলবেস– এখানেই কিয়া সনেটকে বলে বলে গোল দেবে নতুন ‘টল বয়’ সিরস। কিয়ার এই নতুন এসইউভি মডেলের লক্ষ্যই হল ভারতের নতুন প্রজন্ম, যারা স্টাইলিশ ডিজাইনের সঙ্গে আরামকেও প্রাধান্য দিতে চাইছে।