শেষ আপডেট: 12th September 2024 18:34
দ্য ওয়াল ব্যুরো: ফোনে খুব সহজেই চার্জ শেষ হয়ে যাচ্ছে? কোনও মতেই এক ঘণ্টার বেশি চার্জ থাকছে না? এতে অনেকেই ভাবেন ব্যাটারি খারাপ হয়ে গিয়েছে। কিন্তু সব সময় তেমন কিছু হয় না। তাই চিন্তা ছেড়ে কয়েকটা বিষয় মাথায় রাখলেই ফোনের চার্জ থাকবে একদম নতুনের মতোই। যতই ফোন ব্যবহার করা হোক না কেন, একবার চার্জ দিলেই সারাদিন কেটে যাবে। জেনে নিন সেই কৌশল।
চার্জ শেষ হয়ে যাচ্ছে মানেই যে ফোনের সমস্যা, তা কিন্তু নয়। বিশেষজ্ঞদের মতে, ব্যাটারি দ্রুত শেষ হওয়ার মূল কারণ হল ঠিক মতো ব্যবহার না করা। তাই যদি সারাদিন একবার চার্জে কাজ চালাতে চান, তাহলে স্মার্টফোনের ব্রাইটনেস কমিয়ে রাখুন।
সব সময় ফোনের ব্রাইটনেস না বাড়িয়ে রাখাই ভাল। প্রয়োজনে তা বাড়িয়ে নিন। যদি সব সময় ব্রাইটনেস একদম বেশি রেখে ফোন ব্যবহার করা হয়, তাহলে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।
স্ক্রিন টাইমআউটে সেট করা খুব প্রয়োজন। তার জন্য ফোনের সেটিংস-এ গিয়ে ডিসপ্লে অপশনে যেতে হবে। তারপরে টাইমআউটয়ে গিয়ে খুব কম সময়ের জন্য টাইমটি সেট করে দিলেই কাজ শেষ। এতে স্ক্রিনটি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। ফলে চার্জও অনেকক্ষণ থাকবে।
অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে রাখলেই ফোনে বহুক্ষণ চার্জ থাকবে। বেশিরভাগ অ্যাপই অপ্রয়োজনীয় নোটিফিকেশন পাঠায়, যা ফোনের ব্যাটারিকে খুব তাড়াতাড়ি শেষ করে দেয়। তাই সেই দিকে নজর রাখা বিশেষ দরকার।