শেষ আপডেট: 15th October 2024 18:58
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আগেই জিও তার ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি অফার এনে হাজির করেছে। মাত্র ১০০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে জিও-র নতুন দু'টি ৪জি ফোন। তবে উভয়ই ফিচার ফোন। কম খরচে যদি নিজের কাছে একটি ফোন রাখতে চান, তাহলে এর থেকে ভাল বিকল্প আর হয় না বলেই জানাচ্ছে সংস্থাটি।
নতুন ফিচার লঞ্চ করল জিও
রিলায়েন্স জিও ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (আইএমসি) ২০২৪-এ ভারতে তার নতুন ৪জি ফিচার ফোন জিওভারত ভি৩ এবং জিওভারত ভি৪ লঞ্চ করেছে। কোম্পানির দাবি, এই ফোনগুলির মাধ্যমে এমনকি ২জি ব্যবহারকারীরাও কম দামে ৪জি পরিষেবা পাবেন।
নতুন ফোন দু'টির দাম কত?
ভারতে জিওভারত ভি৩ এবং জিওভারত ভি৪-এর দাম শুরু হচ্ছে ১,০০৯ টাকা থেকে। কোম্পানির মতে, এই ফোনগুলি শীঘ্রই অ্যামাজন, জিওমার্ট সহ আরও কিছু অফলাইন স্টোরে পাওয়া যাবে। যদি কেউ অনলাইনে না কিনতে চান, তবে জিও স্টোরে গিয়েও যোগাযোগ করা যেতে পারে। ব্যবহারকারীরা প্রতি মাসে ১২৩ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানটি সাহায্যে ফোনটি ব্যবহার করতে পারবেন। এতে আনলিমিটেড ভয়েস কলিং এবং ১৪জিবি ডেটা পাওয়া যাবে।
ফিচার ও স্পেসিফিকেশন:
সস্তার এই ফোন দু'টি হল ২০২৩-এ বাজারে আসা ভারত ভি২-এর আপডেটেড ভার্সন। দু'টি ফোনেই ১০০০ এমএএইচ ব্যাটারি, ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে, এমন ইন্টারনাল স্টোরেজ এবং ফোনে ২৩টি ভারতীয় ভাষা ব্যবহার করা যাবে।
এছাড়াও এতে জিও চ্যাটের সাপোর্ট রয়েছে। আর দেওয়া হয়েছে আনলিমিটেড ভয়েস মেসেজিং, ফটো শেয়ারিং এবং গ্রুপ মেসেজিংয়ের মতো দুর্দান্ত সব ফিচার। এতে জিওপে ব্যবহার করা যাবে। অর্থাৎ ইউপিআই ইন্টিগ্রেশনের সঙ্গেই এই ফোনটিকে বাজারে আনা হয়েছে।