শেষ আপডেট: 11th December 2024 13:03
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বাজারে আইকিউওও ১৩ (iQOO 13) লঞ্চ হয়েছে। ফ্ল্যাগশিপ ফোনটি আজ অর্থাৎ ১১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে অ্যামাজনে বিক্রি শুরু হয়েছে। প্রথম সেলেই এই ফোনে অফার নিয়ে আসা হয়েছে। ফোনটিতে ২কে রেজোলিউশন সহ একটি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১৪৪হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। দ্রুত চার্জিং সাপোর্ট সহ একটি বড় ব্যাটারি রয়েছে। প্রথম সেলেই অনেক ধরনের অফার দেওয়া হচ্ছে।
এর দাম ও অফার:
ফোনটি বিক্রি শুরু হয়েছে আজ দুপুর ১২টায়। ১২ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা। আর ১৬ জিবি + ৫১২ জিবি ভেরিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক কার্ড ব্যবহারকারীরা ৩,০০০ টাকার ফ্ল্যাট ছাড় পেয়ে যাবেন। নন-ভিভো ও আইকিউওও ডিভাইসে ৩,০০০ টাকা এবং ভিভো ওআইকিউওও ডিভাইসে ৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাচ্ছে।
এক্সচেঞ্জ বোনাসের মানে হল পুরনো ফোনটি অ্যামাজনে দিলে, তাতে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে এতে একটা শর্তও রয়েছে। পুরনো ফোনটির অবস্থা ভাল হতে হবে। কোনও প্রকার ভাঙা থাকলে, সেই এক্সচেঞ্জ বোনাসের পরিমান বেশ কিছুটা কমে যাবে।
ফোনটিতে একটি ৬.৮২-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। যার সর্বোচ্চ উজ্জ্বলতা ৪,৫০০ নিট এবং ১৪৪ হার্টস পর্যন্ত রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। অর্থাৎ রোদেও ফোনের স্ক্রিন দেখতে কোনও অসুবিধা হবে না। এতে এটি একটি ৫০এমপি সোনি প্রাথমিক সেন্সর, একটি ৫০এমপি আল্ট্রা ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ৪এক্স লসলেস জুম সহ একটি ৫০এমপি সোনি টেলিফটো লেন্স, সহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের সামনে ৩২ এমপি ক্যামেরা পাওয়া যাবে।