শেষ আপডেট: 4th November 2024 21:11
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরেই অ্যাপল তার নতুন সিরিজ আইফোন ১৬ লঞ্চ করেছে। বাজারে আসার সঙ্গে সঙ্গেই তা নিয়ে শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন আলোচনা। এদিকে যেমন ১৬ সিরিজে দেওয়া নতুন ফিচারগুলি নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। তেমনই আইফোনের লুক নিয়ে চলছিল বিভিন্ন মজা।
২০২৫-এ কোম্পানিটি আইফোন ১৭ সিরিজ নিয়ে আসতে চলেছে। অ্যাপল ইতিমধ্যে তাদের আসন্ন আইফোন ১৭ সিরিজ নিয়ে কাজ করছে। এই সিরিজের সবচেয়ে দামি ফোনটি হবে আইফোন ১৭ প্রো ম্যাক্স। সিরিজে এমন ৫টি ফিচার থাকবে যেগুলো আগে কোনও ফোনে দেখা যায়নি। যদিও তা কোম্পানির তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
এই নতুন সিরিজ সম্পর্কে ইন্টারনেটে ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন। আইফোন ১৭ প্রো ম্যাক্স সম্পর্কে বলা হচ্ছে যে, এটি একটি নতুন এবং আপডেটেড ডিজাইনের সঙ্গে পেশ করা যেতে পারে। ফোনটিতে আরও কী কী ফিচার থাকছে, তা জেনে নেওয়া যাক।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৫-এর সেপ্টেম্বরে আসা আইফোনের নতুন সিরিজটির ডিজাইন সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। আইফোন ১৭ সিরিজে স্ক্রিন আপডেট করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া অ্যাপল আইফোনের ডিসপ্লেতে অ্যাপল ওয়াচের প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। নতুন সিরিজে এক্সক্লুসিভ বোতাম থাকতে পারে, যা ভলিউম এবং অ্যাকশন বোতাম উভয় ফাংশন পরিচালনা করবে। ফোনটিতে কেনা যাবে সবুজ টাইটেনিয়াম এবং টিল টায়টেনিয়াম রঙে।
এখানেই শেষ নয়। রয়েছে আরও অনেক দুর্দান্ত সব ফিচার। ফোন ১৭ সিরিজটিতে নতুন ফেস আইডি সিস্টেম ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়াও প্রো মডেলে একটি আপগ্রেড করা ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সবটাই ফাঁস হওয়া তথ্যের উপর ভিত্তি করে জানানো হচ্ছে।
অ্যাপল আইফোন ১৭ সিরিজে আরও ভাল পারফরম্যান্স এবং এআই ফিচার ব্যবহার করতে পারে। লুকের দিক থেকেও ব্যবহারকারীরা হতাশ হবেন না বলেই মনে করা হচ্ছে। ভাল পারফরম্যান্সের জন্য ফোনটিতে দেওয়া হতে পারে ১২ জিবি র্যাম ও এ১৯ প্রো চিপসেট। যা অ্যাপলের ফোনে ফ্ল্যাগশিপ প্রসেসর।