শেষ আপডেট: 3rd October 2024 18:58
দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে নবরাত্রি শুরু হয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুমও। তারপরেই আসতে চলেছে দীপাবলি। তাই বেশিরভাগ সংস্থাগুলি তাদের ব্যবহারকারীদের জন্য দিওয়ালি অফার দিচ্ছে। কয়েকদিন আগেই অ্যাপেল আইফোন ১৬ সিরিজ বিশ্বব্যাপী লঞ্চ করেছে।
কোম্পানি এই সিরিজে ৪টি ফোন লঞ্চ করেছে। তবে ফোনটি কিনতে এত বেশি টাকা খরচ করতে হবে না। অ্যাপেল দিওয়ালি সেল নিয়ে এসেছে। এতে ৭ হাজার টাকার কমেও আইফোন ১৬ কেনা যাবে।
অ্যাপেলের দিওয়ালি সেল
অ্যাপেলের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, প্রতি মাসে মাত্র ৬২৪২ টাকা দিয়েই আইফোন ১৬ কেনা যাবে। শুধু তাই নয়, প্রতি মাসে মাত্র ৭০৭৫ টাকা দিয়ে আইফোন ১৬ প্লাস পাওয়া যাবে। তাছাড়া এতে রয়েছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং নো কস্ট ইএমআই-এর অফারও পাবেন। যদি অ্যামেরিকান এক্সপ্রেস, আইসিআইসিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন ১০ হাজার টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে।
আইফোন ১৬ প্রো অফার
এই সেলে আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স-এ ৫ হাজার টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও, আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস-এ ৩,০০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। যদি আইসিআইসিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হয় ১০ হাজার টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে।