শেষ আপডেট: 5th November 2024 19:58
দ্য ওয়াল ব্যুরো: ফোন গরম হয়ে গিয়ে হঠাৎই তাতে আগুন লেগে যাওয়ার খবর নতুন নয়। এখনও পর্যন্ত স্মার্টফোনে আগুন লাগার এবং ব্লাস্ট হওয়ার বিভিন্ন খবর প্রকাশ্যে এসেছে। এবার সেই তালিকায় নাম এল অ্যাপল আইফোনেরও। এই খবর প্রকাশ্যে আসতেই ইউজারদের ভয় অনেকটাই বেড়ে গিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ব্যাটারির চার্জ দিলে প্রয়োজন হয় চার্জার বা অ্যাডাপ্টর। বেশিরভাগ মানুষ ফোন চার্জ দেওয়ার সময় অসচেতন থাকেন। ফলে চার্জারে আগুন লাগার আশঙ্কা থেকেই যায়।
জানা গিয়েছে, আইফোন ১৪ প্রো ম্যাক্সটি চার্জে বসানো ছিল। সেই সময়ই হঠাৎ খুব জোরে একটি শব্দ শোনা যায়। ব্যবহারকারী তখন কিছু বুঝতে না পারলেও, কিছুক্ষণ পরে দেখে ঘরে আগুন ধরে গিয়েছে এবং তার সূত্রপাতই হল চার্জে রাখা আইফোনটি।
সূত্রের খবর, রাতে শুতে যাওয়ার সময় সেই মহিলা ফোনটি চার্জে দিয়েছিলেন। বেশ কিছুক্ষণ হয়ে যেতেও চার্জ থেকে খুলে নেননি আইফোনটিকে। আইফোন ১৪ প্রো ম্যাক্সে আগুন ধরে যেতে সেই মহিলাও আহত হয়েছেন। চীনের শানসি শহরে ঘটেছে এমন দুর্ঘটনা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, অ্যাপল প্রতিক্রিয়া জানিয়েছে। কোম্পানির মতে, মহিলাটি ২০২২ সালে আইফোন ১৪ প্রো ম্যাক্স কিনেছিলেন। ফোনের ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তাছাড়া যেটুকু সময় চার্জ দেওয়ার কথা, তার থেকে অনেক বেশি সময় চার্জে রেখেছিলেন ফোনটিকে। স্মার্টফোনের চার্জ পুরোপুরি হয়ে গেলে চার্জারটি খুলে নিতে হবে। কারণ ফোন চার্জ করা হয়ে গেলেও চার্জার প্লাগ-ইন করে রাখলে এই ধরনের বিপদ ঘটবে বলেই জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানির এই প্রতিক্রিয়ায় সন্তুষ্ট হননি সেই মহিলা। তিনি চান ফোনে আগুন লাগার ঘটনার তদন্ত হোক এবং এর ফলে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়া হোক।