শেষ আপডেট: 16th October 2024 19:48
দ্য ওয়াল ব্যুরো: অ্যাপল একটি দুর্দান্ত আইপ্যাড লঞ্চ করেছে। এতে অ্যাপল ইন্টেলিজেন্সের ব্যবহার করা হয়েছে। নাম রাখা হয়েছে অ্যাপল আইপ্যাড মিনি। এটি অ্যাপলের ৭তম প্রজন্মের মডেল। এতে এ১৭ প্রো টিপসেটের সাপোর্ট রয়েছে। অ্যাপল পেন্সিল প্রো দিয়ে নতুন আইপ্যাড মিনিতে কাজ করা যাবে।
কোম্পানিটি এতে তিন বছরের জন্য আপডেট দিয়েছে। অ্যাপল ইন্টেলিজেন্স হল কোম্পানির বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল। এতে দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। এমনকি অ্যাপল এতে এমন অনেক ফিচার দিয়েছে, যা এর আগে কোনও আইপ্যাডে দেওয়া হয়নি।
আইপ্যাড মিনির ফিচার:
এর সবচেয়ে বড় ফিচার হল অ্যাপল ইন্টেলিজেন্স। এছাড়াও, নতুন আইপ্যাড মিনি অ্যাপল পেন্সিল প্রো সাপোর্ট করে। আরেকটি বড় আপডেট হল অ্যাপল আইপ্যাড মিনিতে ১২৮জিবি বেস স্টোরেজ ব্যবহার করেছে। এর আগের আইপ্যাড মিনি মডেলে ৬৪জিবি ছিল। সেক্ষেত্রে দামেরও অনেকটাই ফারাক রেখেছে কোম্পানিটি।
নতুন আইপ্যাড মিনির স্পেসিফিকেশন:
এতে এ১৭ প্রো টিপসেট ব্যবহার করা হয়েছে। এটি সেই একই চিপসেট যা গত বছর অ্যাপলের ফ্ল্যাগশিপ আইফোন ১৫ প্রো-তে পাওয়া যায়। এছাড়াও এতে সিরি সাপোর্ট করে। কোম্পানির দাবি, চিপসেটটিতে মডেলটি আগের মডেলের তুলনায় অনেক বেশি গতিতে কাজ করতে পারে। এর ডিসপ্লের সাইজ ৮.৩ ইঞ্চি। নতুন আইপ্যাড মিনি ট্রু টোন এবং পি৩ ওয়াইড রঙের জন্য অ্যাপলের লিকুইড রেটিনা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। স
নতুন আইপ্যাড মিনির দাম:
এতে তিনটি স্টোরেজে লঞ্চ হয়েছে ১২৮জিবি, ২৫৬জিবি, ৫১২জিবি। এর মধ্যে ১২৮জিবি-এর ভ্যারিয়েন্টটির দাম ৪৯,৯০০ টাকা। ২৫৬জিবি ভ্যারিয়েন্টটির দাম ৫৯,৯০০ টাকা। আর ৫১২জিবি ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯০০ টাকা। এর সেল শুরু হবে ২৩ অক্টোবর থেকে।