শেষ আপডেট: 25th January 2025 18:32
দ্য ওয়াল ব্যুরো: আইফোন ১৭ প্রো ম্যাক্স (I Phone 17 Pro Max) বাজারে আসতে এখনও কয়েক মাস বাকি, কিন্তু ইতিমধ্যেই এটি প্রযুক্তি জগতে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। ধারাবাহিক তথ্য ফাঁস, গুজব এবং স্রেফ অনুমানের ভিত্তিতে এই ডিভাইসকে ঘিরে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। কিন্তু কী কারণে এটি এত হইচই শুরু হয়েছে এই আইফোন নিয়ে?
শোনা যাচ্ছে, আইফোন ১৭ প্রো ম্যাক্সের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে ক্যামেরা প্রযুক্তির এক বিশাল অগ্রগতি। রিপোর্ট অনুযায়ী, অ্যাপল ১২ মেগাপিক্সেলের বর্তমান টেলিফটো লেন্সের পরিবর্তে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আনতে পারে। পাশাপাশি, ২৪ মেগাপিক্সেলের একটি নতুন ডিজাইনের ফ্রন্ট ক্যামেরা, যা উন্নত লো-লাইট ক্ষমতাসম্পন্ন, সেলফি এবং রাতের ফটোগ্রাফিকে আরও নিখুঁত করে তুলবে বলে আশা করা হচ্ছে।
আইফোন ১৭ সিরিজের আরেকটি আকর্ষণীয় দিক হতে পারে উন্নত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। চীনা প্রযুক্তি সংবাদমাধ্যম MyDrivers-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাপল সম্পূর্ণ সিরিজে অত্যাধুনিক ভেপার চেম্বার থার্মাল সিস্টেম যুক্ত করতে চলেছে। প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিতে জনপ্রিয় এই প্রযুক্তি গেমিং এবং ভিডিও এডিটিংয়ের কাজেও ডিভাইসের স্টেবিলিটি বজায় রাখবে।
আইফোন ১৭ প্রো ম্যাক্সের সঙ্গে অ্যাপল একটি নতুন ডিজাইনের যুগ শুরু করতে পারে। কানাঘুঁষো শোনা যাচ্ছে যে, ডিভাইসটির উপরের অংশ জুড়ে একটি অনুভূমিক ক্যামেরা বার থাকতে পারে, যা গুগল পিক্সেল সিরিজের ডিজাইনের মতো। আবার এও শোনা যাচ্ছে যে আইকনিক টপ-লেফট ক্যামেরার পরিবর্তে মাঝখানে ক্যামেরা বিন্যাসের সম্ভাবনাও আলোচনায় রয়েছে, যা ডিভাইসের পেছনের দিকে একটি বড়, স্পষ্ট ক্যামেরা বাম্প তৈরি করবে।
আইফোন ১৭ প্রো ম্যাক্সে পারফরম্যান্সে বিপ্লব আনতে পারে এ১৯ প্রো চিপসেট। মোবাইল প্রসেসিং ক্ষমতায় দীর্ঘদিনের উপরের সারিতে থাকা অ্যাপল, স্ন্যাপড্রাগনের প্রতিযোগিতার মুখে চিপসেটের দক্ষতা আরও বাড়ানোর চেষ্টা করছে। গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের মতো উচ্চ-কর্মক্ষমতার ক্ষেত্রে অ্যাপল তার অবস্থান আরও দৃঢ় করার লক্ষ্যে কাজ করছে।
আইফোন ১৭ প্রো ম্যাক্সে আরও কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। অ্যাপলের নিজস্ব মডেম চিপ আনতে পারে। ডায়নামিক আইল্যান্ড ফিচার অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া শক্তিশালী ব্যাটারি এবং উন্নত স্পিকার সিস্টেম থাকতে পারে আই ফোন ১৭ প্রো ম্যাক্সে।
অ্যাপল এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে বলা যায়, সেপ্টেম্বর মাসে এটি বাজারে আনা হতে পারে। গত বছর ৯ সেপ্টেম্বর আইফোন ১৬ সিরিজ লঞ্চ হয়েছিল। সেই অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরেই আইফোন ১৭ সিরিজ আসার সম্ভাবনা রয়েছে।