শেষ আপডেট: 8th October 2024 14:25
দ্য ওয়াল ব্যুরো: যা কিছু নতুন, সবই দুর্গাপুজোয়। আসলে বাঙালিদের কাছে দুর্গাপুজো শুধু শক্তির আরাধনা নয়, একটা বিরাট উৎসবও। এই উৎসবে সামিল হতে একাধিক অফার নিয়ে হাজির হয়েছে হুন্ডাই। পুজোয় গাড়ি কেনার প্ল্যান যাদের রয়েছে তারা পৌঁছে যেতে পারে হুন্ডাইয়ের নিকটবর্তী শোরুমে।
ভেন্যুতে ৮০ হাজার, এক্সটারে প্রায় ৫০ হাজার, গ্র্যান্ড আইটেন নিওসে প্রায় ৬০ হাজার ও আই টোয়েন্টি-সহ একাধিক গাড়িতে আকর্ষণীয় অফার দিচ্ছে হুন্ডাই।
হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার তরুণ গর্গ এবিষয়ে বলেন, 'হুন্ডাইয়ের সঙ্গে এই উৎসব হোক আরও রঙিন। থেকে যাক সকলের স্মৃতিতে। ক্রেতাদের সঙ্গে একটা নিবিড় যোগসূত্র তৈরির সময় এটা। আমাদের শোরুমে এলে এই সময়ে কেউ খালি হাতে ফিরবে না, নিরাশ হবে না। প্রত্যেকেই কিছু না কিছু অফার পাবে।'
কী কী অফার পাওয়া যাচ্ছে?
হুন্ডাই ভেন্যুতে মিলছে ৮০,৬২৯ টাকার অফার
হুন্ডাই এক্সটারে মিলছে ৪২,৯৭২ টাকার অফার
হুন্ডাই গ্র্যান্ড আইটেন নিওসে মিলছে ৫৮ হাজার টাকার অফার
হুন্ডাই আই টোয়েন্টিতে মিলছে ৫৫ হাজার টাকার অফার।