শেষ আপডেট: 18th September 2024 13:11
দ্য ওয়াল ব্যুরো: হনার সম্প্রতি ভারতীয় বাজারে কিছু নতুন স্মার্টফোন নিয়ে এসেছে, যার মধ্যে রয়েছে হনার ২০০, হনার ২০০ প্রো, হনার ম্যাজিক ৭ প্রো। সব ক'টি ফোনই বাজারে বিরাট জনপ্রিয়তা পেয়েছে। ফলে কোম্পানিটি ফের দেশে হনার ২০০ লাইট ৫জি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণার আগেই ই-কমার্স সাইট অ্যামাজনের মাইক্রোসাইটে ফোনটিকে দেখা গিয়েছে। জানা গিয়েছে ফিচার, স্পেসিফিকেশন ও দামও।
হনার ২০০ লাইট ৫জি ইতিমধ্যেই বিশ্বব্যাপী চালু হয়েছে। ভারতে এর দাম রাখা হতে পারে ৩৪,৯৯৮ টাকা। তবে হনার ২০০ লাইটের দাম ভারতে পাওয়া যাবে ২৫,০০০ টাকায়। এবার দেখে নেওয়া যাক ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন।
হনার ২০০ লাইটের স্পেসিফিকেশন:
এটি একটি পাতলা এবং হালকা স্মার্টফোন, মাত্র ৬.৭৮ মিমি পুরু এবং ১৬৬ গ্রাম ওজনের। এতে ম্যাট্রিক্স আই-বিম স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, সায়ান লেক এবং স্টারি ব্লু-এর মতো তিনটি শেডে আসবে।
হনার ২০০ লাইটে এফএইচডি প্লাস রেজোলিউশন এবং ২০০০ নিটস-এর সর্বোচ্চ উজ্জ্বলতা পাবেন। নিরাপত্তার জন্য ফোনে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ক্যামেরা সেটআপের জন্য এর পিছনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে।
সামনে, অটোফোকাসের সাপোর্ট সহ একটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর গ্লোবাল ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডাইমেনশন ৬০৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৩৫ ওয়াটের দ্রুত চার্জিংও দেওয়া হয়েছে। তাছাড়াও রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এই স্পেসিফিকেশনগুলি ভারতীয় ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।