শেষ আপডেট: 22nd March 2025 19:14
দ্য ওয়াল ব্যুরো: বাজারে এলো গুগলের পিক্সেল ৯ সিরিজের (Google Pixel 9 series) নতুন মডেল পিক্সেল ৯এ (Google Pixel 9 series)। এই স্মার্টফোনে আছে সিরিজের বাকি মডেলের মতোই আকর্ষণীয় ফিচার। তবে তার সঙ্গে আছে নতুনত্বও। পিক্সেল ৯এ –এর দাম (Price) খুব কম না হলেও কম-বেশি ওপরের সারির দিকেই রয়েছে।
কী কী ফিচার রয়েছে এই স্মার্টফোনে?
• পিক্সেল ৮এ মডেলে যে ফিচার ছিল সেগুলো সহ নতুন কিছু ফিচার যোগ করেছে গুগল। ডিজাইনে (Design) নতুনত্বও এসেছে। ফ্রন্ট ক্যামেরা (Front camera) ১৩ মেগাপিক্সেলের।
• গুগল পিক্সেল ৯এ-এর এটাই একমাত্র ভ্যারিয়েন্ট, থাকছে ৮ জিবি র্যাম, ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ।
• ৬.৩ ইঞ্চির অ্যামলয়েড ডিসপ্লে-সহ এই ফোনের ব্যাটারি ব্যাকআপও (Battery backup) পিক্সেল ৮এ-এর থেকে বেশি।
সফটওয়্যার হিসেবে আছে, অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন, জেমিনাই এআই (Gemini AI) এবং গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant)। বাড়তি পাওনা, গুগলের লং-টার্ম সফটওয়্যার সাপোর্ট (Long term software support)।
ভারতে কীরকম দাম (price in India) গুগল পিক্সেল ৯এ-এর?
কবে থেকে এই স্মার্টফোন বিক্রি শুরু হবে তার তারিখ ঘোষণা না করলেও, মোটামুটি ২০২৫ সালের এপ্রিল থেকে এই মডেল কিনতে পারবেন সেই ব্যাপারে নিশ্চিত করেছে গুগল। গুগল ভারতে পিক্সেল ৯এ-এর দাম রেখেছে ৪৯,০০০ টাকা।