শেষ আপডেট: 29th September 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ই-কমার্স সাইটগুলি সেল নিয়ে হাজির হয়েছে। অ্যামাজনের মতো ই-কমার্স সাইট ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে শুরু হয়ে গিয়েছে। তাতে দুর্দান্ত সব ফোনের উপর ছাড় দেওয়া হচ্ছে। সেই তালিকায় রয়েছে গুগল পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো ফোন দু'টি। ফ্লিপকার্টে এই স্মার্টফোন দু'টির উপর অনেক অফার পাওয়া যাচ্ছে।
গুগল পিক্সেল ৮-এ ছাড়
গুগল ২০২৩-এ গুগল পিক্সেল 8 ফোনটি লঞ্চ করেছিল। তখন ফোনটির দাম রাখা হয়েছিল ৭৫,৯৯৯ টাকা। তবে এবার ফোনটি কিনতে এত বেশি টাকা খরচ করতে হবে না। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল-এ, গুগল পিক্সেল ৮ ফোন অর্ধেক দামে কিনতে পারবেন অর্থাৎ ৫০ শতাংশ ছাড় মাত্র ৩৭,৯৯৯ টাকায়।
গুগল পিক্সেল ৮ প্রো-তে ছাড়
বিগ বিলিয়ন ডে সেল-এ গুগল পিক্সেল ৮ প্রো ফোনেও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, কিন্তু এই ছাড় পিক্সেল ৮-এর মতো নয়। গুগল পিক্সেল ৮ প্রো যখন লঞ্চ করা হয়েছিল, তখন এর দাম ছিল ১,০৬,৯৯৯ টাকা। এতে সেলে ১৮ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। অর্থাৎ ফোনটি কিনতে ৮৬,৯৯৯ টাকা খরচ করতে হবে।
গুগল পিক্সেল ৮-এর স্পেসিফিকেশন:
গুগল পিক্সেল ৮-এর ফিচারের কথা বললে, এই ফোনে একটি ৬.২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০এইচজেড রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়া গরিলা গ্লাস ভিকটাস সুরক্ষা রয়েছে। স্মার্টফোনটির সর্বোচ্চ ব্রাইটনেশ ২,০০০ নিট।
গুগল পিক্সেল ৮-এ একটি ৫০এমপি প্রধান ক্যামেরা রয়েছে, যা ওআইএস সাপোর্ট করে। এছাড়াও এতে ১২ এমপি আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। ভিডিও কল এবং সেলফির জন্য একটি ১০.৫ এমপি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।