শেষ আপডেট: 6th October 2024 17:59
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন বাজারে আসছে। সেই সঙ্গে ইতিমধ্যেই বাজারে উপস্থিত বেশ কিছু ফোনে ছাড় দেওয়া হচ্ছে। সেই তালিকায় রয়েছে রেডমি-র একটি জনপ্রিয় ফোন। প্রথম যখন ফোনটিকে লঞ্চ করা হয়েছিল, তখন মাত্র কয়েকদিনের মধ্যেই সমস্ত ইউনিট বিক্রি হয়ে গেছিল। এবার পুজোর আগে ফোনটির দাম অনেকটাই কমানো হল।
তাই যদি একটি নতুন ফোন কেনার প্ল্যান করেন,তাহলে রেডমি ১২সি কিনে নিতেই পারেন। এটি এমনটিতেই সস্তার একটি দুর্দান্ত স্মার্টফোন। এতে প্রচুর অফার রয়েছে। দেখে নেওয়া যাক অফারের পরে ফোনের দাম কত হবে।
কী কী অফার রয়েছে?
ফ্লিপকার্ট থেকে রেডমি ১২সি (৬৪ জিবি + ৪ জিবি ব়্যাম) কিনলে অনেক টাকা ছাড় পাওয়া যাবে। এই ফোনের আসল দাম হল ১৩,৯৯৯ টাকা এবং এটি ডিসকাউন্টের পরে ৮,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে।
এছাড়াও এতে অনেক ব্যাঙ্ক অফারও রয়েছে। যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করা হয়, তাহলে ৫% ক্যাশব্যাক পাওয়া যাবে। এর সঙ্গে রয়েছে ৭ হাজার টাকার অতিরিক্ত ছাড়। এরপরে রয়েছে এক্সচেঞ্জ অফারও।
যদি একটি পুরনো ফোন থাকে, তাহলে তা ফ্লিপকার্টে দিতে হবে। পুরনো ফোনের বিনিময়ে ৫,৬৫০ টাকা ছাড় পাওয়া যাবে। তবে সেখানে রয়েছে একটি বিশেষ শর্ত। যদি ফোনের অবস্থা একেবারে নতুনের মতো থাকে, তবেই পুরো টাকাটা ছাড় পাওয়া যাবে।