শেষ আপডেট: 17th October 2024 17:53
দ্য ওয়াল ব্যুরো: ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের শেষ হতে চলেছে। তার আগে দুর্দান্ত পাঁচটি ফোনের উপর ছাড় দেওয়া হচ্ছে। ফিচারের দিক থেকে একে অপরকে টেক্কা দিতে পারে। দামের দিক থেকেও একটু এদিক ওদিক। দেখে নেওয়া যাক সেই স্মার্টফোনের তালিকায় কী কী রয়েছে।
ই-কমার্স সংস্থা অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে আইফোন ১৩ - র লিস্টেড দাম ৭৯,৯০০ টাকা। এই ফোনের দাম এখন ধার্য হয়েছে ৪০,২৪৯ টাকা। পুরনো আইফোনের পরিবর্তে এক্সচেঞ্জে অফারে এই ফোন কেনার সুযোগও থাকছে। তার ফলে আরও দাম কমবে আইফোন ১৩- এর।
ওয়ানপ্লাস ১২আর স্মার্টফোন বাজেটে দুর্দান্ত পারফরম্যান্স অফার দেয়। এই নতুন ওয়ানপ্লাস ফোনটি অ্যামাজনে ৪০,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে ফোনের আসল দাম ৪৫,৯৯৯ টাকা। এছাড়াও এতে অনেক ব্যাঙ্ক অফারও রয়েছে। সেই সঙ্গে থাকছে এক্সচেঞ্জে অফারও।
মটোরোলা রেজার ৫০-এর আসল দাম ৭৪,৯৯৯ টাকা। এতে প্রচুর ছাড় পাওয়া যাচ্ছে। তারপরে এই ফোনের দাম হয়েছে ৪৯,৯৯৯ টাকা। অ্যামাজনে এত কম টাকা খরচ করেই দুর্দান্ত এই ফোনটি কিনে নেওয়া যাবে। এছাড়া এই ফোনে দেওয়া হচ্ছে আরও অনেক অফার।
অ্যামাজনে শাওমি ১৪ ফোনটিও অনেক কম দামে কিনে নেওয়া যাবে। এর আসল দাম ৫৯,৯৯৯ টাকা। তবে ফোনটি কিনতে এত টাকা খরচ করতে হবে না। মাত্র ৪৭,৯৯৯ টাকায় কেনা যাবে। সঙ্গে রয়েছে আরও অনেক অফারও। শুধু তাই নয়, এতে অনেক ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জে অফারও রয়েছে।
রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোনটি যখন বাজারে আনা হয়েছিল, তখন এর দাম ছিল ১৭,৯৯৯ টাকা। তারপরে কোম্পানির তরফে দাম কমিয়ে ১১,৯৯৯ করা হয়েছে। সেলে এর থেকেও কমে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোনটি। মাত্র ১০,৯৯৯ টাকায় পাওয়া যাবে।