শেষ আপডেট: 12th September 2024 18:25
দ্য ওয়াল ব্যুরো: আজকাল প্রায় সব জায়গাতেই ফ্রি ওয়াইফাই-এর ব্যবস্থা থাকে। শপিং মল থেকে শুরু করে, বিভিন্ন পার্কে কিংবা রেল স্টেশনে ফ্রি ওয়াইফাই এর সুবিধা রাখা হয়। সেই ওয়াইফাই ব্যবহার করতে ভিড়ও জমে বহু মানুষের। ফ্রি-এর ওয়াইফাই মানেই মোবাইলে ডাউনলোড করে ফেলেন বেশ কিছু সিনেমা, ওয়েব সিরিজ। আর এটাই ডেকে আনতে পারে বিরাট কোনও বিপদ।
বিনামূল্যের ওয়াই-ফাই নেটওয়ার্কের সুবিধার সঙ্গে সঙ্গে আছে অনেক অসুবিধাও। দেখে নেওয়া যাক সেগুলি কী কী।
নিরাপত্তা নেই: ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কগুলি অনেক ক্ষেত্রেই নিরাপদ নয়। ফলে ফোনটি কানেক্ট করার সঙ্গে সঙ্গে তা হ্যাক করে নিতে পারে হ্যাকাররা। সেই সঙ্গে ফোনের ব্যক্তিগত তথ্যও তাদের কাছে চলে যেতে পারে।
স্প্যাম এবং বিজ্ঞাপন: ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে ফোন বা ল্যাপটপ, যে কোনও ডিভাইসে স্প্যাম এবং বিজ্ঞাপন আসার সম্ভাবনা বেশি। এতে ফোনের সমস্ত অ্যাপ ঠিকভাবে কাজ করতে পারে না। বারবার হ্যাংও হওয়ার সম্ভাবনা থাকে।
ভাইরাস এবং ম্যালওয়্যারে ভর্তি: বিনামূল্যের ওয়াই-ফাই নেটওয়ার্কে ভাইরাস এবং ম্যালওয়্যার ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই বেশি। ফলে ফোনে তার প্রভাব পড়ে। আগের মতো কাজ করতে পারে না সাধের ফোনটি। এমনকি ম্যালওয়্যারের সাহায্য ফোনে থাকা ডেটাও চুরি হয়ে যেতে পারে।