শেষ আপডেট: 4th January 2025 19:59
দ্য ওয়াল ব্যুরো: আজকের যুগে স্মার্টফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত ফোন ছাড়া এক মুহূর্তও কাটানো যায় না। কিন্তু আমরা ফোনটি কতটা ব্যবহার করি, তার যত্ন নেওয়ার ক্ষেত্রে অনেকেই কিছু সাধারণ ভুল করে থাকি, যা শুধু ফোনের ক্ষতি করে এমন নয়, চার্জারও নষ্ট করে দিতে পারে। বেশ কিছু ভুল অভ্যাসের ফলে ফোনের চার্জিংয়ে সমস্যা দেখা দিতে পারে। যেমন চার্জার গরম হয়ে আগুন লাগার সম্ভাবনা বা ফোনের উপর অতিরিক্ত চাপ পড়ে ব্যাটারি লাইফ নষ্ট হওয়া। তাই ফোন চার্জ দেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা জরুরি।
প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কখনও সস্তা বা অন্য, লোকাল কোম্পানির চার্জার ব্যবহার করবেন না। সস্তা চার্জারে ফোনে চার্জ ধীর গতিতে হয় এবং এর সঙ্গে চার্জার অতিরিক্ত গরম হয়ে যায়। এমনকি, যদি ফোনের অরিজিনাল চার্জার ব্যবহার না করা হয়, তবে ফোনের ভিতরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই সবসময় চেষ্টা করুন ফোনের নিজস্ব চার্জার ব্যবহার করার। এটি ফোন দীর্ঘস্থায়ী হবে।
চার্জার ব্যবহারের সময় যদি কোনও ধরনের সমস্যা দেখা দেয়, যেমন প্লাগে ফাটল, কানেকশন আলগা হয়ে যাওয়া বা তারে কোনো ধরনের ফাটল, তাহলে সেটা অবিলম্বে মেরামত করুন বা নতুন চার্জার ব্যবহার করুন। একটি খারাপ চার্জার ব্যবহার করলে, এটি গরম হয়ে যেতে পারে এবং আগুন লেগে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই চার্জার যদি ঠিকমতো কাজ না করে, তাহলে তা অবিলম্বে পরিবর্তন করা উচিত।
অনেকেই রাতে ফোন চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, যখন আপনার ফোন ১০০% চার্জ হয়ে যাবে, তখন চার্জার থেকে ফোনটি সরিয়ে নিন। এতে ফোনের ব্যাটারি ভাল থাকবে।
আর যখন ফোন চার্জে বসাচ্ছেন তখন ফোনটি এমন জায়গায় রাখুন, যেখানে ভাল হাওয়া খেলবে। ফোন বা চার্জার যদি গরম হয়ে যায় প্লাগ ইনের পর, তাহলে ফোনটি আনপ্লাগ করে দিতে হবে। এইসব সাধারণ কিছু জিনিস মেনে চললে, আপনার ফোন এবং চার্জার উভয়ই অনেকদিন ভাল থাকবে এবং আগুন লাগার ঝুঁকি কমবে।