শেষ আপডেট: 22nd October 2024 16:38
দ্য ওয়াল ব্যুরো: সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত হোয়াটসঅ্যাপ ছাড়া এক মুহূর্তও চলে না। কাজের ক্ষেত্রে হোক কিংবা বন্ধুদের সঙ্গে চ্যাট, এই অ্যাপটির ব্যবহার সারাদিন ধরে হয়ই। সেই জন্যই হয়তো এই অ্যাপেই দিনের পর দিন জালিয়াতির সংখ্যা বেড়েই চলেছে।
চ্যাট থেকে শুরু করে অডিও-ভিডিও কলে ঘটছে একের পর এক জালিয়াতি। হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে শুরু হয়েছে জালিয়াতি। প্রথমে এক সুন্দরী যুবতী মেসেজ পাঠাচ্ছে। তারপরে তাঁর সঙ্গে কথা বলা শুরু করে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন অনেকে। ভিডিও কলে অর্ধনগ্ন অবস্থাতেও দেখা যাচ্ছে তাঁকে। এরপরে নেওয়া হচ্ছে একের পর এক স্ক্রিনশট। শুরু হচ্ছে ব্ল্যাকমেল।
এই সব কিছু করার জন্য দীর্ঘদিন ধরে কথা বলছেন যুবতী। ফলে কেউ কেউ আগ্রহী হয়ে কথা এগিয়ে নিয়ে যাচ্ছেন রাত দিন। চাওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্যও। কখনও কখনও হ্যাক করে নেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তার মাধ্যমে নিমেষেই খালি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টও। এই ধরনের হোয়াটসঅ্যাপ ভিডিও কল স্ক্যাম এড়াতে কী করা উচিত তা জেনে নেওয়া যাক।
অজানা বা সন্দেহজনক নম্বর থেকে কল এলে সেটি প্রথমেই রিসিভ করে নেওয়া উচিত নয়। কনট্যাক্ট নম্বরে নেই এমন নম্বর থেকে ফোন এলে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যাওয়াই ভাল। একটা জিনিস সব সময় মাথায় রাখা প্রয়োজন, কোনও অচেনা লোক মতলব ছাড়া হঠাৎই ভিডিও কল করবে না। প্রয়োজনে নম্বরটি ব্লক করে দেওয়াই বুদ্ধিমানের কাজ।
প্রথম পরিচয়েই ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়। যদি কোনও অজানা কেউ ফোন করে বা চ্যাটে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে তার সঙ্গে কথা বলার সময় অবশ্যই বিচক্ষণ থাকতে হবে। অচেনা অজানা কারও সঙ্গে কোনও ধরনের ব্যক্তিগত তথ্য শেয়ার না করাই ভাল।
বিশেষজ্ঞদের মতে, ভিডিও কল করে প্রথমে বন্ধুত্ব করতে চাওয়া হচ্ছে। এই ধরনের কোনও কথা বললে সঙ্গে সঙ্গে তাঁকে জানার চেষ্টা করতে হবে। আজকাল এই ধরনের অনেক ভিডিও কল আসে। বেশিরভাগ সময় সুন্দরী মেয়েদেরই দেখা যায়। বন্ধুত্ব করার পর কয়েকদিন যেতে না যেতেই ভিডিও কলে নগ্ন অবস্থায় দেখতে পাওয়া যায় তাঁদের। তারপরেই নেমে আসে বিপদ।