শেষ আপডেট: 6th October 2024 17:55
দ্য ওয়াল ব্যুরো: অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটান অনেকেই। তাছাড়া ফলোয়ার্স বাড়ানোর জন্য রোজ কোনও না কোনও পোস্ট করেন। স্টোরি শেয়ার থেকে শুরু করে রিল পোস্ট করা, এসব কিছু চলতেই থাকে। এমনকী সময় কাটাতে বহু মানুষই মেসেজে অপরিচিতদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলেন। এতেই কি নেমে আসছে আসল বিপদ।
সাইবার রিপোর্ট অনুযায়ী, এই সব কিছুকেই কাজে লাগাচ্ছে স্ক্যামাররা। এই অ্যাপের সাহায্যে নিমেষে হ্যাক করে নিচ্ছে অ্যাকাউন্ট। ইনস্টাগ্রামে আবারও একটি নতুন কেলেঙ্কারি দেখা দিচ্ছে, কীভাবে ঘটছে এই স্ক্যাম তা জেনে নেওয়া যাক।
কনটেন্টে কপিরাইট পাওয়া যাচ্ছে:
প্রচুর ফলোয়ার্স রয়েছে এমন অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্ক্যামাররা এই ধরনের অ্যাকাউন্টটি টার্গেট করছে। তারপরে তাঁরা যে কোনও একটি ভিডিও বা রিলের উপর কপিরাইট মেসেজ পাঠাচ্ছে। সেই মেসেজে বলা হচ্ছে, 'আপনার অ্যাকাউন্টে এমন কিছু রয়েছে, যা কপিরাইট আইন লঙ্ঘন করে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।'
তারপরে এই মেসেজেই একটি ফর্মও পাঠানো হচ্ছে। এই ফর্মটির সঙ্গে থাকছে একটি লিঙ্কও। এবার অনেকেই আতঙ্কিত হয়ে সেই লিঙ্কে ক্লিক করে ফেলেন। আর তখনই নিমেষের মধ্যেই হ্যাক হয়ে যায় অ্যাকাউন্টটি।
এই ধরনের কেলেঙ্কারি এড়াতে কি করা প্রয়োজন?
ইনস্টাগ্রামে কোনও অজানা লিঙ্ক বা মেসেজে ক্লিক না করাই ভাল। কোনও অজানা ব্যক্তির সঙ্গে ইনস্টাগ্রাম ইউজার নেম, আইডি বা পাসওয়ার্ড শেয়ার করার আগে বহুবার ভাবা দরকার। আর যদি কেউ ব্রাউজারের মাধ্যমে ইনস্টাগ্রাম ব্যবহার করেন, তাহলে তাতেও হ্যাক হতে পারে। এতে স্ক্যামাররা নকল লগ-ইন পেজও তৈরি করতে পারে। লিঙ্কটি যদি খুলেও ফেলেন, তাহলে সঙ্গে সঙ্গে ইউআরএলটি চেক করে নেওয়া প্রয়োজন।