শেষ আপডেট: 29th September 2024 16:48
দ্য ওয়াল ব্যুরো: আর জি করের ঘটনার পর প্রশ্নের মুখে নারী সুরক্ষা। সমাজে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করে একাধিক পদক্ষেপ করা হলেও নিরাপত্তা সুনিশ্চিত করা যাচ্ছে না। এই পরিস্থিতি মূক ও বধিরদের সুরক্ষা নিয়ে চিন্তিত বিভিন্ন মহল। এই মানুষজনের কথা ভেবে 'সাইরেন টর্চ' নিয়ে হাজির হল জনপ্রিয় ব্যাটারি কোম্পানি এভারেডি। যাতে থাকা সুইচ চাপলেই জোরে আওয়াজ হবে ও বিপদের কথা জানতে পারবে আশপাশের মানুষজন।
সম্প্রতি এই অভিনব টর্চটির পথচলা শুরু হল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর হাত ধরে। তিনি এই পদক্ষেপে অংশগ্রহণ করায় আপ্লুত এভারেডি ইন্ডাস্ট্রিজ। জানা যায়, ১৬ বছর বয়স থেকে আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ-এর ৮৪ জন শিশুর পালক অভিভাবক ঋতাভরী।
এবিষয়ে তিনি বলেন, 'এই ছেলেমেয়েদের পালক অভিভাবক হওয়া আমার জীবনের সবথেকে ভাল বিষয়। এদের কী মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তা আমি দেখেছি। কিন্তু এটাও দেখেছি যে এদের নমনীয়তা এবং শক্তি কী অবিশ্বাস্য এদের মধ্যে। সাইরেন টর্চ কেবল একটা সরঞ্জাম নয়। কথা বলতে না পারা সত্ত্বেও ওদের গলা তোলার শক্তি দেবে এই টর্চ। আমি এমন একটা উদ্যোগের অংশ হতে পেরে দারুণ আনন্দিতয। এটা ওদের নিরাপত্তা নিশ্চিত করবে ও আরও অনেক স্বপ্ন দেখতে উৎসাহ দেবে।'
মূক ও বধিররা প্রায়শই কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হন। এভারেডির এই সাইরেন টর্চ বদলে দিতে পারে তাঁদের জীবন। ফিরিয়ে দিতে পারে তাঁদের আত্মবিশ্বাস। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কোনও বিপদে পড়লে সাইরেন টর্চের ব্যবহারকারী এতে থাকা কী চেন ধরে টানলে ১০০ ডিবিএ তীব্রতায় বেজে উঠবে অ্যালার্ম। ফলে নিশ্চিতভাবে যেকোনও বিপন্ন মানুষ সহজেই অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।
এবিষয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড এসবিইউ হেড (ব্যাটারিজ অ্যান্ড ফ্ল্যাশ লাইটস), এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেডের অনির্বাণ ব্যানার্জি বলেন, 'এভারেডিতে আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হল এমন সব প্রোডাক্ট নিয়ে আসা যা সমাজের সবচেয়ে জরুরি প্রয়োজন মেটায়। সাইরেন টর্চ তেমনই। আমরা আশা করছি ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে যৌথ উদ্যোগে এই পদক্ষেপ সফল হবে ও অনেককে সাহায্য করবে।'