শেষ আপডেট: 10th November 2024 22:54
দ্য ওয়াল ব্যুরো: সাধের একটা বাইক থাকবে, এমনটা অনেকেরই স্বপ্ন। তবে সাধ্যের মধ্যে বাইক কেনাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। যদিও ভারতের বাজারে এমন অনেক বাইক রয়েছে, যার দাম খুব একটা বেশি নয়। মাত্র এক লাখ টাকা খরচ করলেই বাড়ি নিয়ে আসা যাবে দুর্দান্ত মাইলেজের কয়েকটি বাইক।
চলতি বছরে অসংখ্য বাইক আনছে বিভিন্ন নির্মাতা সংস্থা। কম দামের মধ্যে প্রায় প্রতিটি টু-হুইলার বিক্রয়কারী সংস্থার ঝুলিতেই কম বেশি বাইক রয়েছে। এগুলোর দাম যেমন কম, আবার সামান্য খরচেই চালানো যায়। দেখে নেওয়া যাক তিনটি কম দামের সেরা মডেলের বাইক-
হোন্ডা শাইন
হোন্ডা শাইন ভারতে বিক্রি হওয়া সবচেয়ে জনপ্রিয় বাইকগুলোর একটি। এই বাইকটিতে একটি ৪-স্ট্রোক, এসআই ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি ৭,৫০০ আরপিএম-এ ৫.৪৩ কে শক্তি দিতে পারে। এই বাইকটিতে ৫৫ কেএমপিএল মাইলেজ দেয়। এই বাইকের এক্স-শোরুম দাম ৬৪,৯০০ টাকা থেকে শুরু হয়। দেশের বিভিন্ন রাজ্যে এই দামের পার্থক্য হতে পারে।
হিরো স্প্লেন্ডার
হিরো স্প্লেন্ডার দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক। এই বাইকটিতে একটি এয়ার-কুলড, ৪-স্ট্রোক, সিঙ্গেল-সিলিন্ডার, ওএইচসি ইঞ্জিন রয়েছে। এই বাইকের ফুয়েল-ট্যাঙ্ক ক্ষমতা ৯.৮ লিটার। এই বাইকটি ৬০কেএমপিএল মাইলেজ দেয়। বাইকটির এক্স-শোরুম দাম ৭৫,৪৪১ টাকা থেতে শুরু। অর্থাৎ এক লাখ টাকার মধ্যে বাইক কিনতে চাইলে এটি দুর্দান্ত অপশন।
টিভিএস স্পোর্ট
টিভিএস স্পোর্টে একটি সিঙ্গেল-সিলিন্ডার, ৪-স্ট্রোক, ফুয়েল ইনজেকশন, এয়ার-কুলড স্পার্ক ইগনিশন ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি ৭,৩৫০ আরপিএম-এ ৬.০৩ কেডাব্লউ শক্তি তৈরি করতে পারে। এই বাইকটি ৯০কেএমপিএইচএর টপ-স্পিড দেয়। ৮০কেএমপিএল মাইলেজ দেয়। তাই এত মাইলেজের এই বাইকটি কিনতে খরচ করতে হবে মাত্র ৫৯,৮৮১ টাকা। বিভিন্ন শহরে এই বাইকটির দাম আলাদা হতে পারে।