শেষ আপডেট: 7th September 2024 18:24
দ্য ওয়াল ব্যুরো: সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল-এর অনেকগুলি প্ল্যান রয়েছে, যার মেয়াদ এক বছর। অর্থাৎ একবার রিচার্জ করে নিলে বছরভর আর কোনও চিন্তা থাকবে না। জেনে নেওয় যাক প্ল্যানগুলির দাম। বিএসএনএল-এর ৩৬৫ দিনের প্ল্যানগুলি ১,১৯৮ টাকা থেকে শুরু হয়ে ২,৯৯৯ টাকা পর্যন্ত রয়েছে। দাম অনুযায়ী এতে অনেক সুবিধা পাওয়া যায়।
বিএসএনএল-এর ২,৯৯৮ টাকার প্ল্যান:
২,৯৯৮ টাকার প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের বৈধতা 365 দিন। এতে আনলিমিটেড লোকাল এবং এসটিডি ভয়েস কলিং পাওয়া যাচ্ছে। এছাড়াও প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যায়। উচ্চ গতির ডেটা শেষ হয়ে যাওয়ার পর গতি ৪০ কেবিপিএস-এ নেমে যায়।
১,৯৯৯ টাকার প্ল্যান:
বিএসএনএল-এর ১,৯৯৯ টাকার প্ল্যানে মোট ৬০০জিবি ডেটা দেওয়া হয়েছে । এই প্ল্যানটিও এক বছর অর্থাৎ ৩৬৫ দিন ব্যবহার করা যাবে। ভয়েস কলিংয়ের জন্য এই প্ল্যানে আনলিমিটেড কলিং পাওয়া যাচ্ছে। উচ্চ গতির ডেটা শেষ হয়ে যাওয়ার পরে গতি ৪০ কেবিপিএস-এ নেমে যায়। এই প্ল্যানে প্রতিদিন ১০০টি এসএমএসম দেওয়া হয়।
১,১৯৮ টাকার প্ল্যান:
বিএসএনএল-এর ১,১৯৮ টাকার প্ল্যানে প্রতি মাসে ৩জিবি ডেটা দেওয়া হয়। এই প্ল্যানের মেয়াদও ৩৬৫ দিন। এতে মোট ৩০০ মিনিট যেকোনও-ভয়েস কলিং পাওয়া যায়। এই প্ল্যানে প্রতি মাসে ৩০ এসএমএস দেওয়া হয়। ডেটা সীমা শেষ হওয়ার পরে, প্রতি এমবি ২৫ পয়সা চার্জ করা হয়।
১,৪৯৮ টাকার প্ল্যান:
১,৪৯৮ টাকার প্ল্যানে মোট ১২০জিবি ডেটা দেওয়া হয়৷ বৈধতার কথা বললে, এই প্ল্যানে ৩৬৫ দিনের মেয়াদ দেওয়া হয়েছে। এই প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন ১০০টি এসএমএস দেওয়া হয়।