শেষ আপডেট: 22nd October 2024 16:41
দ্য ওয়াল ব্যুরো: ল্যাপটপ কেনার কিছু বছরের মধ্যেই তার চার্জ দ্রুত শেষ হতে শুরু করে। তারপরেই ব্যাটারিতে দেখা দেয় বিভিন্ন রকম সমস্যা। ফলে যতক্ষণ কাজ করা হয়, পুরো সময়টাই চার্জার কানেক্ট করেই কাজ করতে হয়। এর থেকে বড় সমস্যা আর কী-ই বা হতে পারে।
পুরনো ল্যাপটপ হলে তবু মেনে নেওয়া যায়, কারণ ব্যাটারির বয়স রয়েছে এটা ভেবে। কিন্তু যদি নতুন ল্যাপটপেই এমনটা হয়, তাহলে বুঝতে হবে দিনের পর দিন এমন কিছু ভুল করা হচ্ছে, যার জন্য ল্যাপটপের ব্যাটারির এই হাল। তবে এই সমস্যা থেকে বাঁচার উপায় আছে। এমন কিছু উপায় জানানো হবে, যাতে ল্যাপটপে বার বার চার্জে দিতে হবে না।
যে কোনও ল্যাপটপের ব্যাটারি ভালভাবে টিকে থাকতে পারে ৫ থেকে ৭ বছর। তারপরেই ব্যাটারির ক্ষমতা কমতে থাকে। কিন্তু যদি এমন হয় যে, ল্যাপটপ এতটাও পুরনো নয়, তাও এই সমস্যা দেখা দিচ্ছে। তাহলে হতে পারে, ল্যাপটপের হার্ডওয়্যার সেটিংসে সমস্যা। সেক্ষেত্রে কোনও বিশেষজ্ঞকে দেখিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
এই টিপসগুলি মেনে চললেই হবে
ল্যাপটপের ব্যাটারি একদম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা না করাই ভাল। চার্জ পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পরে চার্জ দিলে ব্যাটারির উপর চাপ পড়ে। তাই ২০ শতাংশের নিচে নেমে এলেই সঙ্গে সঙ্গে চার্জ দিয়ে নেওয়া উচিত।
আবার এদিকে খেয়াল রাখতে হবে, যাতে ল্যাপটপ ১০০ শতাংশ পর্যন্ত চার্জ না হয়। বিশেষজ্ঞদের মতে, ব্যাটারিকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করলে এর ক্ষমতাও কমে যায়। এবার প্রশ্ন আসতেই পারে, তাহলে ল্যাপটপটি চার্জ করার সময় কত শতাংশ করতে হবে? উত্তর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ৮০ শতাংশ হয়ে গেলেই বন্ধ করে দিন।
তাছাড়া ল্যাপটপ গরম জায়গায় রাখা উচিত নয় বলেই জানাচ্ছেন তাঁরা। তাপের কারণে ব্যাটারির শক্তি কমে যায়। একটানা ল্যাপটপ ব্যবহার না করাই ভাল। কাজের মাঝে ১৫ থেকে ২০ মিনিট স্লিপিং মোডে রেখে দেওয়া উচিত। একটানা ল্যাপটপ ব্যবহার করলে, ব্যাটারি গরম হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি চার্জ শেষ হতে শুরু করে।
ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুল বন্ধ করে দিতে হবে। এতে চার্জ সহজে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।