শেষ আপডেট: 10th September 2024 10:52
দ্য ওয়াল ব্যুরো: বহু অপেক্ষার পর অ্যাপল ভারত সহ সারা বিশ্বে নতুন আইফোন সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের প্রথম ফোন হল আইফোন ১৬, যা নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা তুঙ্গে। অ্যাপল ক্যালিফোর্নিয়ায় তার সদর দফতরে আয়োজিত ইটস গ্লোটাইম নামে একটি ইভেন্টে এই নতুন সিরিজ লঞ্চ করেছে। দেখে নেওয়া যাক এর স্পেসিফিকেশন ও ফিচার।
আইফোন ১৬-এর দাম:
ভারতে আইফোন ১৬-এর দাম ৭৯,০০০ টাকা এবং আইফোন ১৬ প্লাস-এর দাম ৮৯,৯০০ টাকা। আইফোন ১৬ প্রো এর দাম শুরু হচ্ছে ১,১৯,৯০০ টাকা থেকে। সবচেয়ে দামি ফোন হল আইফোন ১৬ প্রো ম্যাক্স, যার দাম ১,৪৪,৯০০ টাকা। আপনি ১৩ সেপ্টেম্বর থেকে আইফোন ১৬ প্রি-অর্ডার করতে পারবেন। বিকেল সাড়ে ৫টা থেকে বুক করতে পারবেন। এই ফোনটি ২০ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে।
নতুন এই সিরিজটি কালো, নীল, সবুজ, গোলাপি এবং সাদা রঙে পাওয়া যাচ্ছে। এছাড়া প্রো মডেলগুলি টাইটেনিয়াম ব্ল্যাক, হোয়াইট টাইটেনিয়াম, ন্যাচরাল টাইটেনিয়াম, গোল্ড টাইটেনিয়াম।
এর স্পেসিফিকেশন ও ফিচার:
আইফোন ১৬-এ অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। এতে ভাইব্রেন্ট কালার, ২০০০ নিটস ব্রাইটনেসের একটি ডিসপ্লে রয়েছে এছাড়া রয়েছে ৬.১ ইঞ্চি ডিসপ্লে এবং আইফোন ১৬ প্লাস-এ রয়েছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। এতে ক্যামেরা কন্ট্রোলও পাওয়া যাচ্ছে। এটি এক ধরনের নতুন বাটন যা পাওয়ার বাটনের ঠিক নিচে দেওয়া আছে।
আইফোন ১৬-এর মেন ক্যামেরাটি ৪৮ এমপি। এছাড়াও, একটি ১২এমপি আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে, যা ২এক্স টেলিফটো লেন্সের সঙ্গে আনা হয়েছে। এতে ম্যাক্রো ফটোগ্রাফি সাপোর্ট করে। এর সাহায্যে ৬০ এফপিএস এ ৪কে ভিডিও ক্যাপচার করা সম্ভব হবে।