আইফোন ১৬ সিরিজের বিক্রি শুরু
শেষ আপডেট: 20th September 2024 13:27
দ্য ওয়াল ব্যুরো: অ্যাপেল আইফোন ১৬ সিরিজের বিক্রি শুরু হয়েছে। তারপরেই প্রতিবারের মতো এক চিত্র দেখা গিয়েছে অ্যাপেল স্টোরের সামনে। দিল্লি ও মুম্বাইয়ের অ্যাপল স্টোরের বাইরে সকাল থেকে পড়েছে বিরাট লাইন। মুম্বইয়ের অ্যাপল বিকেসি এবং দিল্লির অ্যাপল সাকেতের বাইরে মানুষের প্রচুর ভিড় জমেছে।
প্রতিবছরই একটা করে নতুন সিরিজ বাজারে এলে, তা কেনার জন্য মানুষের ভিড় উপচে পড়ে। কে আগে কিনবে, তা নিয়েও চলতে থাকে প্রতিযোগিতা। বিক্রি শুরুর আগে দিন সন্ধ্যে থেকেই অ্যাপেল স্টোরের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন বহু মানুষ।
মুম্বই অ্যাপল স্টোরের সামনে বিক্রি শুরুর আগের দিন (বৃহস্পতিবার) থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েছেন। সারা রাত ঠায় দাঁড়িয়ে রয়েছেন শুধুমাত্র স্টোর খোলার সঙ্গে সঙ্গে আইফোন কিনবেন বলে। সকাল হতেই দোকানে ঢুকে পড়ে বহু মানুষ।
উত্তর প্রদেশের সাহারানপুর থেকে একজন দিল্লির দোকানে এসেছেন আইফোন ১৬ কিনতে। শাকির বলেন, প্রথমে ফোনটি কিনতে মুম্বাই যাচ্ছিলেন, কিন্তু দিল্লিতে স্টোর পেয়েই সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে পড়েন। তিনি আইফোন ১৫ প্রো ম্যাক্স ব্যবহার করছেন। এবং তিনি অবশ্যই সর্বশেষ আইফোন কিনেছেন।
আইফোন ১৬-এর দাম:
ভারতে আইফোন ১৬-এর দাম ৭৯,০০০ টাকা এবং আইফোন ১৬ প্লাস-এর দাম ৮৯,৯০০ টাকা। আইফোন ১৬ প্রো এর দাম শুরু হচ্ছে ১,১৯,৯০০ টাকা থেকে। সবচেয়ে দামি ফোন হল আইফোন ১৬ প্রো ম্যাক্স, যার দাম ১,৪৪,৯০০ টাকা।