আইফোন ১৬ সিরিজ
শেষ আপডেট: 10th September 2024 12:00
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই বাজারে এসে হাজির অ্যাপল সংস্থার আইফোন ১৬ সিরিজ। প্রতিটা সিরিজের মতোই এই সিরিজেও মোট ৪টি মডেল রাখা হয়েছে। সেগুলি হল আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স।
আইফোন ১৬ প্রো সিরিজে ডিসপ্লের আকার পরিবর্তন করা হয়েছে। প্রো-এর ডিসপ্লে দেওয়া হয়েছে ৬.৩ ইঞ্চির। আর প্রো ম্যাক্স মডেলটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে। এটি সিরিজের সবচেয়ে বড় ডিসপ্লে। সবচেয়ে পাতলা বেজেলের ব্যবহার করা হয়েছে।
আইফোন ১৬ প্রো সিরিজে একটি ৪৮এমপি প্রধান ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, যা ২৪এমএম ফোকাল লেন্থের। এছাড়াও এতে ৪৮এমপি আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ১৩এমএম ফোকাল লেন্থ সাপোর্ট রয়েছে। এতে হাইব্রিড ফোকাল পিক্সেল দিয়েছে কোম্পানিটি। আইফোন ১৬ প্রোতে রয়েছে ৫এক্স টেলিফটো ক্যামেরা।
এবার আইফোনের নতুন সিরিজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখা যাচ্ছে। চারটি মোবাইলেই রয়েছে অ্যাপেল ইন্টালিজেন্স। আইফোন ১৬ সিরিজের চারটি মডেলেই দেওয়া হয়েছে 'ক্যাপচার' বোতাম। অর্থাৎ ফনের লক না খুলেও কেবল এই বোতাম টিপেই খুব সহজে ক্যামেরা খুলে ছবি তোলা যাবে।
আইফোন ১৬ প্রো-এর দাম
আইফোন ১৬ প্রো (১২৮জিবি) কিনতে আপনাকে ১,১৯,৯০০ টাকা খরচ করতে হবে। যেখানে আইফোন ১৬ প্রো ম্যাক্স (২৫৬জিবি) কিনতে আপনাকে ১,৪৪,৯০০ টাকা খরচ করতে হবে। আইফোন 15 এর সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে, প্রো মডেলের দাম বাড়েনি। কিন্তু এখন আইফোন ১৫ প্রো লাইনআপ বন্ধ করে দেওয়া হয়েছে।