শেষ আপডেট: 29th August 2024 17:16
দ্য ওয়াল ব্যুরো: পুজো সামনেই। আইফোন ১৬ সিরিজ আসতেও আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। জানা যাচ্ছে এ বার আইফোনে চারটি মডেলই থাকবে— আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স। দেখে নেওয়া যাক কী কী বিশেষত্ব থাকছে এই মডেলে।
ডিসপ্লে- এই প্রো মডেলের ডিসপ্লের আকার বেড়ে হচ্ছে ৬.৩ এবং ৬.৯ ইঞ্চি।
ক্যামেরা- পরিবর্তন করা হয়েছে ক্যামেরার লেন্সের সজ্জা। লম্বালম্বি দুটো ক্যামেরার লেন্সের একটায় থাকছে ৪৮ মেগাপিক্সেলের মেন সেন্সর আর অন্যটায় ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স। আইফোন ১৬ প্রো আর প্রো ম্যাক্সের থাকছে আগের মতোই তিনটি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর একটা ৫ এক্স অপটিকাল জুম লেন্স।
ব্যাটারি- চারটি মডেলেই ব্যাটারির ক্ষমতা সামান্য বাড়ছে। সঙ্গে প্রো মডেল দু’টিতে ৪০ ওয়াটের চার্জিং সাপোর্ট, ২০ ওয়াটের ম্যাগসেফ চার্জিং তো থাকছেই। নন প্রো মডেলে থাকছে যথাক্রমে ২৭ ওয়াট আর ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট।
প্রসেসর- আইফোন ১৬ আর ১৬ প্লাসে থাকবে বায়োনিক এ১৮ চিপ আর ১৬ প্রো, ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ ১৮ প্রো।
অন্যরা যেভাবে এআই ফিচারকে সামনে রেখে নিজেদের প্রচার চালাচ্ছে, অ্যাপল সে রাস্তায় হাঁটবে না বলেই মনে করা হচ্ছে।