শেষ আপডেট: 3rd January 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: কথায় কথায় সিরি অ্যাসিস্ট্যান্ট-এর সাহায্য নেন। সেও আপনার কথা শুনে সমাধান দিয়ে দেয় সব সমস্যার। এক কথায় সমস্ত কাজ যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য দুম করে সিরি অ্যাসিস্ট্যান্টকে কাজে লাগিয়ে ফেলেন। এবার এই সিরি অ্যাসিস্ট্যান্টই আপনাকে বিপদে ফেলতে পারে। আইফোন এবং অন্যান্য ডিভাইসে সিরি অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই কথোপকথন রেকর্ড করার অভিযোগ উঠেছে।
অর্থাৎ যত গোপন কথা সব শুনে নিয়ে সিরি অ্যাসিস্ট্যান্ট। সেটাকে আর গোপন রাখেনি। ফাঁস করেছে। এর জন্য অ্যাপল ৯৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। অভিযোগ উঠেছে, "হে সিরি" না বললেও সিরি গোপনে সক্রিয় হয়ে সমস্ত কথোপকথন রেকর্ড করত। এরপর কিছু রেকর্ড বিজ্ঞাপনদাতাদের কাছে শেয়ার করা হত। ব্যাস, এখানেই হয়েছে আসল বিপদ।
অ্যাপল এই অভিযোগ অস্বীকার করলেও, ক্ষতিপূরণ মীমাংসায় সম্মত হয়েছে। আদালত যদি অনুমোদন দেয়, তবে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের শেষ পর্যন্ত সিরি ব্যবহার করা গ্রাহকরা এই ক্ষতিপূরণ পেতে পারেন। প্রতিটি সিরি-যুক্ত ডিভাইসের জন্য সর্বাধিক ২০ ডলার পাওয়া যাবে। তবে একজন গ্রাহক সর্বাধিক পাঁচটি ডিভাইসের জন্য আবেদন করতে পারবেন।
অনুমান করা হচ্ছে, মোট গ্রাহকের মাত্র ৩ থেকে ৫ শতাংশ আবেদন করবেন। মীমাংসার বিষয়ে পরবর্তী শুনানি আগামী ১৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে হবে।