শেষ আপডেট: 16th September 2024 16:48
দ্য ওয়াল ব্যুরো: প্রতিবছরের মতো এবছরও আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। ২৭ সেপ্টেম্বর থেকে এই ফেস্টিভ্যাল শুরু হলেও অ্যামাজন গ্রাহকদের জন্য ডিসকাউন্টের দরজা খুলে গেছে ইতিমধ্যেই। পুজোর আগে যদি বাড়ি সাজানোর প্ল্যান থাকে বা নতুন নতুন জিনিস কেনার, তাহলে এই অফারগুলি আপনার জন্য।
চিমনি থেকে মাইক্রোওয়েভ, নজরকাড়া ছাড় রয়েছে এই সমস্ত প্রোডাক্টে। দেখে নিন একনজরে ।
ওয়াশিং মেশিনে মিলছে ৬০% ছাড়
আইএফবি আট কেজি ফ্রন্ট লোড, এলজি ৮ কেজি টপ লোড, স্যামসাং ৭ কেজি ইকো হাব-সহ একাধিক ওয়াশিং মেশিনে থাকছে ৬০ শতাংশ পর্যন্ত অফার।
ফ্রিজে মিলছে ৫৫% পর্যন্ত ছাড়
নতুন ফ্রিজ কেনার প্ল্যান রয়েছে? অ্যামাজনের ফেস্টিভ্যালে আপনি পেতে পারেন ফ্রিজের কেনাকাটায় ৫৫ শতাংশ পর্যন্ত ছাড়। স্যামসাং, ওয়ার্লপুল, এলজি-সহ একাধিক ব্র্যান্ডের অপশন মিলবে।
এসিতেও মিলছে ৫৫% পর্যন্ত ছাড়
গরমে এসি কেনা চাপের হলে এখন কিনে নিতেই পারেন। ভ্যাপসা গরমেও এসি প্রয়োজন হয়। এই ফেস্টিভ্যালে এসি কিনতে পেতে পারেন ৫৫ শতাংশ পর্যন্ত ছাড়। এলজি, ডাইকিন, লয়েড, ভোল্টাস, কেরিয়ারের মতো ব্র্যান্ডেও মিলছে ছাড়।
মাইক্রোওয়েভে মিলবে ৬৫% শতাংশ ছাড়
বাড়ির বৈদ্যুতিন সামগ্রী কেনার জন্য অ্যামাজনের এই ফেস্টিভ্যালের দিকে তাকিয়ে থাকে দেশবাসী। গ্রাহকদের নিরাশ করে না এই সংস্থা। এলজি, আইএফবি, স্যামসাং-সহ একাধিক ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেনে মিলছে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়।
৫০ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে নামী ব্র্যান্ডের চিমনিতেও।