শেষ আপডেট: 28th September 2024 14:37
দ্য ওয়াল ব্যুরো: অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল শুরু হয়ে গিয়েছে। এতে অনেক কম দামে প্রচুর গ্যাজেট পাওয়া যাচ্ছে। স্মার্টফোনের উপর প্রচুর ছাড় দেওয়া হচ্ছে। তাই পুজোর আগেই যদি স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে ১৫ হাজার টাকার মধ্যে সেরা তিনটি ফোন রয়েছে, যেগুলোকে তালিকায় রাখা যেতে পারে।
স্মার্টফোনগুলিতে প্রচুর ব্যাঙ্ক অফার থেকে শুরু করে কুপন অফার দেওয়া হচ্ছে। সেই সঙ্গে পুরনো ফোন এক্সচেঞ্জেরও সুবিধা রয়েছে। দেখে নেওয়া যাক সেই পাঁচটি ফোন।
স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি
স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি-এর ৬জিবি ব়্যাম/১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে ব্যাঙ্ক অফারও পাওয়া যাচ্ছে। এসবিআই ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলেই ১০% ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে।
রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি
রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি-এর ৬জিবি ব়্যাম/১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজনের সেলে ১২,৪৯৮ টাকায় পাওয়া যাচ্ছে। তবে এতে কুপন অফার রয়েছে। সেই অফারে ১২৫০ টাকা ছাড় পাওয়া যাবে। তখন ফোনটার দাম হবে ১১,২৪৮ টাকা।
রিয়েলমি নারজো ৭০ টারবো ৫জি
রিয়েলমি নারজো ৭০ টারবো ৫জি- এর ৬জিবি ব়্যাম/১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজন সেলে ১৬,৯৯৮ টাকায় পাওয়া যাচ্ছে। তবে কিনতে এত বেশি টাকা খরচ করতে হবে না। কুপন অফারে এতে ২,০০০ টাকার ছাড় পাওয়া যাবে। তখন ফোনটির দাম হবে ১৪,৯৯৮ টাকা। এতে এক্সচেঞ্জ অফারের সুবিধাও রয়েছে।