শেষ আপডেট: 15th September 2024 18:37
দ্য ওয়াল ব্যুরো: অ্যামাজন এবং ফ্লিপকার্ট প্রতি বছর দূর্গাপুজোর আগে কোনও না কোনও সেল এনে হাজির করে। চলতি বছরেও তেমনই হয়েছে। বেশ কয়েকদিন ধরে ই-কমার্স সাইটগুলিতে কোনও না কোনও সেল চলছে। আবার দীপাবলির আগেও সেল আনা হয়। এতে অনেক কম দামে প্রচুর জিনিস কিনে নেওয়া যাবে। দেখে নেওয়া যাক কোন জিনিসে কত টাকা ছাড় পাওয়া যাবে।
উভয় কোম্পানিই অনেক ভাল ডিল, ডিসকাউন্ট এবং অফার নিয়ে হাজির হতে চলেছে। অ্যামাজন ও ফ্লিপকার্টে এই সেল শুরু হবে। ইতিমধ্যেই ওয়েবসাইটে অফারের টিজার দেখা যাচ্ছে।
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন সেল: ফ্লিপকার্টে এই সেল শীঘ্রই শুরু হতে পারে। এতে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডগুলিতে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। ফ্লিপকার্টের ওয়েবসাইটে ইতিমধ্যেই এই সেল সম্পর্কে খুঁটিনাটি অনেক তথ্য দেওয়া শুরু করেছে কোম্পানিটি। ব্যানার থেকে জানা যাচ্ছে, এই সেলে অনেক কম দামে স্মার্টফোন কেনার সুযোগ থাকবে।
Flipkart-এর এই বিগ বিলিয়ন সেল চলাকালীন স্মার্টফোনগুলিতে ভাল ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, কোম্পানি অন্যান্য ডিভাইস এবং হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদিতেও ছাড় দেবে বলেই জানিয়েছে কোম্পানিটি।
এবার আসা যাক অ্যামাজনের সেলে। আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল আসছে। এই সেল সম্পর্কিত বিভিন্ন তথ্য ইতিমধ্যেই অ্যামাজন ইন্ডিয়ার পেজে শেয়ার করা হয়েছে। এই সেল চলাকালীন স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ এবং ট্যাবলেট ইত্যাদির উপর ভাল ডিসকাউন্ট পাওয়া যাবে।