শেষ আপডেট: 3rd October 2024 17:55
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই বিভিন্ন ই-কমার্স সাইটে সেল শুরু হয়ে গিয়েছে। তাতে গ্যাজেট থেকে শুরু করে অনেক জিনিসের উপরই ছাড় দেওয়া হচ্ছে। স্মার্টফোনও রয়েছে সেই তালিকায়। তাই নতুন ফোন কেনার প্ল্যান করে থাকলে, এই ফোনগুলি ৩০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। সব ক'টাই প্রিমিয়াম ডিজাইনের ফোন।
১. ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি
এই তালিকার প্রথম ফোনটি ওয়ানপ্লাস-এর। এই ওয়ানপ্লাস স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর, ৬.৭৪ ইঞ্চি ১২০এইচজেড রিফ্রেশ রেট ডিসপ্লে এবং ৫০এমপি প্রাইমারি ক্যামেরা। এর আসল দাম ৩৪,৯৯৯ টাকা, কিন্তু এটি অ্যামাজনে সেলে ২৯,৯৯৮ টাকায় পাওয়া যাচ্ছে।
২. রিয়েলমি জিটি ৬টি ৫জি
এই রিয়েলমি স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন ৭+ জেন ৩ প্রসেসর, ৬.৭৮ ইঞ্চি ১২০এইচজেড রিফ্রেশ রেট ডিসপ্লে এবং ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা রয়েছে। এর আসল দাম ৩২,৯৯৯ টাকা। তবে ফোনটি অ্যামাজন সেলে ২৯,৯৯৮ টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে ব্যাঙ্ক ডিসকাউন্টও রয়েছে। তাতে দাম আরও কিছুটা কমে যাবে।
৩. স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই ৫জি
এই স্যামসাং স্মার্টফোনটিতে ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ৫০এমি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের দাম ৭৯,৯৯৯ টাকা, তবে এটি কিনতে খরচ করতে হবে মাত্র ২৯,৯৯৯ টাকা। ফ্লিপকার্টে এই ফোনটির উপর অনেক টাকা ছাড় দেওয়া হচ্ছে।
৪. নাথিং ফোন ২এ
নাথিং-এর এই স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রো প্রসেসর, ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ৫০ এমপি ক্যামেরা রয়েছে। এর আসল দাম ২৯,৯৯৯ টাকা। তবে ফোনটি ২০,৯৯৯ টাকায় ফ্লিপকার্ট সেলে পাওয়া যাচ্ছে।