শেষ আপডেট: 26th January 2025 17:30
দ্য ওয়াল ব্যুরো: দিন বদলেছে, হাতে মোবাইল এখন প্রায় সকলের। মোবাইলের প্রচলন যত বেড়েছে ততই বেড়েছে রিচার্জের খরচাও। থ্রি জি থেকে ফোর জি, আর এখন ফাইভ জি। লাফিয়ে বেড়েছে ডেটার খরচও। এই পরিস্থিতিতে মোবাইল নম্বর রিচার্জের দাম কমাল এয়ারটেল। বেশ কিছু প্ল্যানে রিচার্জের ক্ষেত্রে বাঁচবে অনেকগুলো টাকা।
সম্প্রতি ট্রাই (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া) নতুন প্রিপেড প্ল্যান পর্যালোচনা করার ঘোষণা করে। তারপরই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
এয়ারটেলে ৪৯৯ টাকার একটি স্পেশাল ট্যারিফ ভাউচার (STV) ছিল যা ৮৪ দিন পর্যন্ত ভ্যালিড। আনলিমিটেড ভয়েস কল ও ৯০০টি এসএমএস-এর সুবিধা পাওয়া যেত এতে। একইভাবে একটি ১,৯৫৯ টাকার প্ল্যানও ছিল। যা ৩৬৫ দিনের জন্য ভ্যালিড থাকত। এটিতেও আনলিমিটেড ভয়েস কল এবং ৩,৬০০টি এসএমএসের সুবিধা পাওয়া যেত। হঠাৎই এই প্ল্যানে পরিবর্তন আনে সংস্থা। বর্তমানে এয়ারটেল তাদের ওয়েবসাইট থেকে এই দু'টি প্ল্যান মুছে ফেলেছে এবং নতুন রিভাইজড প্ল্যান চালু করেছে।
৪৯৯ টাকার প্ল্যানটির বদলে এসেছে ৪৬৯ টাকার প্ল্যান ও ১,৯৫৯ টাকার প্ল্যানটির বদলে এসেছে ১,৮৪৯ টাকার প্ল্যান। নতুন প্ল্যানগুলিতে আগের মতই আনলিমিটেড ভয়েস কল ও এসএমএসের সুবিধা পাওয়া যাবে।
এই নিয়ে এয়ারটেলের তরফে এপর্যন্ত কিছু জানানো হয়নি। তবে, একটি ডিলিট হওয়া পোস্টে ট্রাই জানিয়েছিল, তারা এয়ারটেল এবং জিওর নতুন প্ল্যানগুলি পর্যালোচনা করবে।