শেষ আপডেট: 30th January 2025 17:36
দ্য ওয়াল ব্যুরো: ইন্টারনেটের সুবিধার কথা বললে, গুগল এর নাম আসে প্রথমেই। এই সার্চ ইঞ্জিন আমাদের নানা ধরনের তথ্য খুঁজে পাওয়ার দারুণ একটি উপায়। তবে ইন্টারনেটে অজস্র তথ্যের মধ্যে কিছু জিনিস এমন আছে, যেগুলি গুগলে সার্চ করার ফলে আপনি বড় বিপদে পড়তে পারেন। কিছু তথ্য খোঁজা শুধু আইনত নয়, শাস্তিযোগ্যও হতে পারে। এমন কিছু বিষয়ের তালিকা দেখে নিন, যেগুলি গুগলে সার্চ করা আপনাকে বড় শাস্তির দিকে নিয়ে যেতে পারে।
১. বোমা তৈরির নির্দেশিকা বা বম্ব মেকিং ইনস্ট্রাকশন
গুগলে যদি 'how to make a bomb' বা 'কী করে বোমা বানাবো' এরকম সার্চ করেন, তাহলে তা অনেক বড় বিপদের কারণ হতে পারে। এই ধরনের সার্চের জন্য প্রশাসন আপনাকে নিয়ে তদন্ত শুরু করতে পারে এবং আপনি সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত হতে পারেন বলে মনে করা হতে পারে।
২. শিশু পর্নোগ্রাফি
বিশ্বের প্রায় সব দেশে শিশু পর্নোগ্রাফি সার্চ করা, দেখা কিংবা সংরক্ষণ করা অপরাধ। তাই এমন কিছু সার্চ একেবারেই এড়িয়ে চলা ভাল।
৩. হ্যাকিং টিউটোরিয়াল
এথিক্যাল হ্যাকিং আইনগতভাবে সঠিক, তবে এর জন্য সার্টিফিকেশন দরকার। কিন্তু যদি আপনি হ্যাকিং-এর কৌশল বা টুলস সার্চ করেন, তাহলে পুলিশ আপনার উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ পোষণ করতে পারে এবং আপনার বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে।
৫. পাইরেটেড মুভি
কোনও সিনেমার পাইরেটেড ভার্সন খোঁজা বা শেয়ার করা আইনগত অপরাধ। বিশ্বের বিভিন্ন দেশে এটি নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য। তাই পাইরেটেড মুভির খোঁজ না করে আপনি মূল স্ট্রিমিং প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করুন এবং অবৈধ পথে না গিয়ে সিনেমা উপভোগ করুন।
এই ধরনের অবৈধ কিছু সার্চের ফলে বিভিন্ন সরকার এবং প্রতিষ্ঠান বিশেষ টুলস ব্যবহার করে আপনার সার্চের কার্যকলাপ ট্র্যাক করতে পারে। তাই একে এড়িয়ে চলাই সবচেয়ে ভাল, যাতে আপনি গুগলের দুনিয়ায় নিরাপদ থাকতে পারেন।