শেষ আপডেট: 13th November 2024 17:59
দ্য ওয়াল ব্যুরো: একটা যন্ত্র। তাতেই অবিরাম বাজতে পারে স্যাক্সোফোন, ভায়োলিন, বাঁশি। মোবাইলই হয়ে যেতে পারে এমন সব মিষ্টির সুরের স্রষ্টা। এই সব আওয়াজের বাদ্যযন্ত্র। কারও মন খারাপ হলে বা নিজের মন খারাপ হলে অনায়াসেই সুরের তালে খুশির আনন্দে ভেসে বেড়ানোর পারফেক্ট মাধ্যম।
খানিকটা গোলমেলে লাগছে? ভাবছেন তো, এত কষ্ট করে এই সব বাদ্যযন্ত্রের তালিম নিতে হয়, হঠাৎ একই সঙ্গে একই যন্ত্রে এসব কীভাবে সম্ভব। আসলে ইতালির একটি সংস্থা 'জাফিরো' নামের এই যন্ত্রটি বানিয়েছে। বাচ্চাদের খেলনা বাঁশি বা যন্ত্রেরই আপগ্রেডেড ও আধুনিক ভার্সন এটি। একটি ফোনে কানেক্ট করে মুখের সাহায্যে বাজানো যেতে পারে বিভিন্ন সুর।
নির্মাতাদের তরফে দাবি করা হয়েছে, ৩২ ধরনের আওয়াজ এই যন্ত্র থেকে করা যেতে পারে। স্মার্টফোনে কানেক্ট করে (সি পোর্ট) এটি বাজানো যেতে পারে। অর্থাৎ হাতে স্মার্ট ফোন থাকলেই কেল্লাফতে।
জাফিরোর নির্মাতা সংস্থা আর্টিনয়েজ জানিয়েছে, বিশ্বে এই যন্ত্র খুব শীঘ্রই আসছে। সব ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৫-এর জানুয়ারি মাসেই বিশ্বব্যাপী এটির বিক্রি শুরু হবে।
নির্মাতারা জানিয়েছে, মুখ থেকে কোনও যন্ত্র বাজাতে সাধারণত দমের প্রয়োজন হয়। দম ধরে রাখা বা বেশি দম পাওয়া বিষয়টি কঠোর অধ্যাবসায়ের ফল। যদি কারও কোনও শ্বাসের সমস্যা থাকে বা দমের সমস্যা থাকে, তার কথা মাথায় রেখেও এই যন্ত্র তৈরি। এখানে একটি থ্রেসহোল্ড রয়েছে, যা এদিক ওদিক করা যায়। নির্দিষ্ট নিয়মে এটি সঠিক স্থানে রাখলে মুখ থেকে হালকা চাপ দিলেই আওয়াজ বের হবে।
কীভাবে কাজ হবে?
মিউসিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস প্রোটোকলের মাধ্যমে এই যন্ত্রটি যেকোনও ফোনের সঙ্গে কানেকটেড ফোনের সঙ্গে জ্ঞাপন সম্পন্ন করবে। এটি কোনও ফোনে কানেক্ট করলেই সেখানে একটি অ্যাপ দেখাবে। এই অ্যাপেই ভার্চুয়াল কিছু কী ও হাওয়া যাতায়াতের ফুটো বা উইন্ড হোলস দেখা যাবে।
ফোনের ডিসপ্লেতেই হাত দিয়ে বাজানোর মতো জায়গা পাওয়া যাবে। মুখ থেকে বাজানো শুরু করলে পিচ ও আওয়াজ কন্ট্রোল করবে অ্যাপটি।