শেষ আপডেট: 23rd November 2024 19:01
দ্য ওয়াল ব্যুরো: আর কিছুদিনের মধ্যেই অ্যামাজন মেগা ইলেক্ট্রনিক্স ডে'স সেল। ইলেক্ট্রনিক্স জিনিসে মিলবে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। হেডফোন, ল্য়াপটপ, স্মার্টওয়াচ-সহ একাধিক জিনিস দিয়ে আপগ্রেড করতে পারবেন আপনার গ্যাজেটের ঝুলি।
কিছুদিন আগেই শেষ হয়েছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। এবার ফের গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে অ্যামাজন।
ল্যাপটপে মিলছে ৫০% পর্যন্ত ছাড়
অ্যামাজনে প্রায় সব ল্যাপটপেই কম-বেশি ছাড় পাওয়া যাচ্ছে। কারও যদি ল্যাপটপ কেনার প্ল্যান থাকে, তাহলে এই অফার তার জন্য। শুধু নতুন ল্যাপটপ কেনায় ছাড় থাকছে এমন নয়, পুরনো ল্যাপটপ দিয়ে এক্সচেঞ্জ অফারও পাওয়া যেতে পারে।
ট্যাবলেটে ৬০% শতাংশ ছাড়
ল্যাপটপের ভার বহন করতে ইচ্ছে করে না? তাহলে ট্যাবলেট আপনার জন্য বেস্ট। ট্যাবলেট কেনার প্ল্যান থাকলে অ্যামাজনের এই অফার আপনার জন্য। ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। বিভিন্ন ব্র্যান্ডের অপশনও মিলবে।
হেডফোনে সবচেয়ে বেশি ছাড়
হেডফোন আমাদের নিত্য সঙ্গী। প্রতিদিন লাগে। হেডফোনের একাধিক ব্র্যান্ডে অফার দেবে অ্যামাজন। মিলবে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। যেকোনও রকম হেডফোনেই এই ছাড় মিলবে বলে জানিয়েছে সংস্থা।
ক্যামেরা
ক্যামেরা কেনার পরিকল্পনা রয়েছে? একটু দাঁড়ান। কারণ অ্যামাজন আনছে বিরাট অফার। মিলবে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। বাকি সব প্রোডাক্টের মতো ক্যামেরাতেও প্রচুর অপশন পাওয়া যাবে। একাধিক ব্র্যান্ড থেকে নিজের পছন্দের ব্র্যান্ড বেছে নিতে পারেন।
স্মার্টওয়াচ
এই সেলে স্মার্টওয়াচের ওপর পাওয়া যাবে আকর্ষণীয় অফার। কম দাম থেকে বেশি দাম। সবরকম স্মার্টওয়াচের ওপর পাওয়া যাবে ছাড়। ৫০ শতাংশ পর্যন্ত ছাড় মিলতে পারে।