Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘কী করব? কী বলব আমি? এই জয় দুর্দান্ত!’ লাইভ অনুষ্ঠানে কান্না ধরে রাখতে পারলেন না স্টেইনইরানকে বাঁচাতে ইজরায়েলে পরমাণু বোমা মারতে পারে পাকিস্তান, দাবিWeather Update: বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা! আজ থেকে সব জেলায় শুরু ভারী বৃষ্টি দিঘাগামী বাস ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭, দুই চালকের অবস্থা আশঙ্কাজনক'জ্বর হয়েছিল, আমার বৌ বলল...' এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা থেকে আশ্চর্য রক্ষা গুজরাতের চিকিৎসকেরপুণের সেতু বিপর্যয় যেন 'ম্যানমেড'! পরিকাঠামোগত অডিটের বালাই নেই, ভিড় নিয়ন্ত্রণেও গাফিলতি‘জাতীয় দল থেকে অবসর নাও, আইপিএল খেলো’, করুণ নায়ারকে পরামর্শ দেন দেশের নামকরা ক্রিকেটারপহলগাম নিয়ে লুকোচুরি কীসের? কেন্দ্রকে পঞ্চবাণ ‘মোদীর দূত’ অভিষেকেরভারতীয় হিসাবে নথিপত্র দেওয়ার পরও মুর্শিদাবাদের যুবককে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করেছে বিএসএফএয়ার ইন্ডিয়া ক্র্যাশের পর থেকে নিখোঁজ পরিচালক! 'উনি মেঘানিনগরেই ছিলেন,' আশঙ্কা স্ত্রীর
Nababarsha Special Summer Collection

রাইকিশোরীর নতুন কালেকশনে উৎসবের ছোঁয়া, রয়েছে এক্সক্লুসিভ শাড়ি পাঞ্জাবির যুগলবন্দিও 

শুধু নববর্ষ বা অক্ষয় তৃতীয়া নয়, বৈশাখ মানেই বিয়ের মরশুমও। তাই এই গরমে উৎসব অনুষ্ঠানে কী ধরনের পোশাক পরলে ভাল হয়, সেই কথা মাথায় রেখে ডিজাইন করেছেন শ্যামসুন্দর। 

রাইকিশোরীর নতুন কালেকশনে উৎসবের ছোঁয়া, রয়েছে এক্সক্লুসিভ শাড়ি পাঞ্জাবির যুগলবন্দিও 

রাইকিশোরী কালেকশন

শেষ আপডেট: 15 April 2024 15:53

দ্য ওয়াল ব্যুরো: একগুচ্ছ তারকা নিয়ে নববর্ষের ঠিক আগেই ফ্যাশন শ্যুট করালেন রাইকিশোরী কালেকশনের কর্ণধার ডিজাইনার শ্যামসুন্দর বসু। তাঁর এই কালেকশনের নাম 'উৎসব'।শুধু নববর্ষ বা অক্ষয় তৃতীয়া  নয়, বৈশাখ মানেই বিয়ের মরশুমও। তাই এই গরমে উৎসব অনুষ্ঠানে কী ধরনের পোশাক পরলে ভাল হয়, সেই কথা মাথায় রেখে ডিজাইন করেছেন শ্যামসুন্দর। 

* ঢাকাই আর বেনারসির মিক্স ম্যাচ 

তাঁর এবারের কালেকশনের বিশেষত্ব কী জানতে চাইলে তিনি বললেন ,' বাঙালির ট্র্যাডিশনাল উত্সব মানেই লালের প্রতি ভালবাসা।তাই এ বছর ঢাকাই মসলিনের ওপর পুরনো দিনের মতো নকশা করা মিনাকারি বেনারসি পাড় যত্ন করে বসিয়ে নতুনত্ব আনা হয়েছে  কিছু শাড়িতে।'

* মঙ্গলগিরিতে সিলভার এমব্রয়ডারি 

বাঙালি মেয়েদের চিরাচরিত আকর্ষণের কেন্দ্রবিন্দু  হলুদ লালের কম্বিনেশন । তাই মঙ্গলগিরি শাড়ির ওপরে সিলভার জরির কাজ দিয়ে ডিজাইনার সাজিয়েছেন একটি শাড়িকে। ফোটো শ্যুটে  শাড়িটি পরেছন অভিনেত্রী মৌলিক দত্ত। তাঁর ব্লাউজে রাখা হয়েছে বেনারসির ফ্রিল। এতে সাজে এসেছে সাবেকিয়ানা। 

* পাঞ্জাবিতে প্যাস্টেল শেড 

ডিজাইনার শ্যামসুন্দরের  ছেলেদের পোশাকের কালেকশনও নজরকাড়া। ফোটো শ্যুটে অভিনেতা জয়ী দেবরায় পরেছেন রাইকিশোরী কালেকশনের প্যাস্টেল শেডের একটি পাঞ্জাবি। ডিজাইনার বললেন, 'যেহেতু এখন প্রচন্ড গরম পড়েছে কলকাতায়, তাই একটু প্যাস্টেল শেডে  সাজিয়েছি পাঞ্জাবিকে। ক্রেতারাও চাইছেন লাল নীল হলুদ সবুজ বাদ দিয়ে একটু অন্য ধরনের রঙের ছোঁয়ায় নিজেকে সাজিয়ে তুলত।'

* ম্যাচ ফর ইচ আদার কালেকশন 

রাইকিশোরী কালেকশনের পোশাকে কাপল কস্টিউমের খুব নামডাক। দুই মডেলও  সেজেছে তেমনই সাজে। মডেল রূপসার শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজে রয়েছে ঘন এমব্রয়ডারি যা দেখতে অনেকটা গলার হারের মতো এবং তার সঙ্গে শাড়িতে সুপার নেটের  ওপরে হেভি স্টোনওয়ার্ক। সায়নদীপ পরেছে একটি সুন্দর নেটের কাজ করা পাঞ্জাবি। কাপল সেটটি মানিয়েছে চমৎকার।

* চিকনকারির চাহিদা খুব 

এই গরমে সকলেই পছন্দ করেন  হালকা রঙের পোশাক। চিকনের কাজের চাহিদা ও মারাত্মক মডেল প্রিয়াঙ্কা সেজেছে রাইকিশোরী কালেকশনের হলুদ রঙের চিকনকারি কাজের শাড়িতে। তার সঙ্গে অসম সিল্কের সাদা ব্লাউজ এনেছে অভিনবত্বের ছোঁয়া এই গরমে ছোটখাটো অনুষ্ঠান বা সকালের দিকে পরার জন্য আদর্শ হ্যান্ড এমব্রয়ডারি করা  পাঞ্জাবি। রাইকিশোরীর  নতুন সম্ভারে এইরকম পাঞ্জবির খুব ভাল স্টক রয়েছে।


ভিডিও স্টোরি