শেষ আপডেট: 13th February 2025 18:36
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে। প্রেম দিবস আরও বিশেষ করে তুলতে হাজির হয়েছে কলকাতার তাজ হোটেল ও গ্রুপের সমস্ত হোটেল। নিয়ে আসা হয়েছে দুর্দান্ত অফার। চমৎকার ডাইনিং এক্সপেরিয়েন্স থেকে শুরু করে রোমান্টিক কাবানা ডিনার ও বিলাসবহুল স্টে-প্যাকেজ—সবকিছুই থাকছে এই বিশেষ আয়োজনে। তাজ বেঙ্গল, তাজ সিটি সেন্টার নিউ টাউন ও তাজ তালকুটিরে এই অফার পেতে পারেন আপনিও। পৌঁছে যেতে পারে প্রিয়জনকে নিয়ে।
তাজ বেঙ্গল, কলকাতার ক্যাল ২৭-এ ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার সন্ধে ৭টা থেকে বিশেষ অফার চালু হচ্ছে। থাকছে বিলাসবহুল রোমান্টিক বুফে ডিনার, সঙ্গে প্রিমিয়াম বেভারেজ। কাপলদের খরচ পড়বে ৩,৫০০ টাকা। এর সঙ্গে অতিরিক্ত কর অ্যাড হবে। তাজ বেঙ্গলের গ্রিল বাই দ্য পুলেও একই সময় অফার থাকছে। ১২ হাজার টাকার প্যাকেজে পাওয়া যাবে সুস্বাদু মাল্টি-কুইজিন খাবার দাবার, সিগনেচার ড্রিঙ্কস। এই সবটাই লাইভ মিউজিকের সঙ্গে উপভোগ করা যাবে। প্রাইভেট কাবানা ডিনার পাওয়া যাবে ২৫ হাজার টাকা দিলে। সন্ধে ৭টায় বিলাসবহুল প্রাইভেট কাবানা ডিনার, বিশেষ বুফে, স্পার্কলিং ওয়াইন, গোলাপের তোড়া ও এক্সক্লুসিভ চকলেট বক্স মিলবে।
তাজ সিটি সেন্টার নিউ টাউন, কলকাতার শামিয়ানাতে দেশের বাইরের খাবার দাবার উপভোগ করতে পারেন। সন্ধে সাড়ে ৭টা থেকে অফার পাওয়া যাবে। আন্তর্জাতিক বুফে ডিনার, লাইভ মিউজিক ও প্রিমিয়াম বেভারেজ থাকবে প্যাকেজে। এর জন্য দিতে হবে জনপ্রতি ৩ হাজার টাকা। এদেরই উইকিকিতে কাপলদের জন্য অফার থাকছে। এশিয়ান কুইসিন যারা ভালবাসেন পৌঁছে যেতে পারেন। সন্ধে সাড়ে ৭টা থেকে অফার শুরু হবে শুক্রবার। দিতে হবে ৫৯৯৯ টাকা। অতিরিক্তি কর অ্যাড হবে না। মিষ্টি প্রেমী হলে সঙ্গীকে নিয়ে চলে যেতে পারেন এম্পেরর লাউঞ্জে। ভ্যালেন্টাইন থিমের মিষ্টি ও চকলেট বুফে, সঙ্গে হট চকোলেটের জন্য দিতে হবে ১৫০০ টাকা। এতে দুজন মিলেই খেতে পারবেন। লাগবে না অতিরিক্ত কর। বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন +৯১-৬২৯২২৮৮৫৬৩ নম্বরে।
তাজ তালকুটির, কলকাতাও পসরা সাজিয়েছেন। ভালবাসা দিবসকে বিশেষ করতে দ্য ভেরান্দা আ-লা-কার্টে তে অফার রেখেছে। থাকছে বিশেষ ডিনার মেনু। সন্ধে ৭টা থেকে পাওয়া যাবে। গ্রিল খাবার দাবারের জন্য পৌঁছে যেতে পারেন দ্য পুলসাইডে। সন্ধে সাড়ে ৭টা থেকে অফার শুরু হবে। লাইভ বারবিকিউ, গ্রিল, ফন্ডু ও স্পেশাল ডেজার্ট থাকবে অফারে। লেকের ধারে কিছুটা সময় কাটাতে দ্য লেকভিউ (এক্সক্লুসিভ লেকভিউ ডাইনিং এক্সপেরিয়েন্স) পৌঁছে যেতে পারেন। ভ্যালেন্টাইন হাই-টি নিয়ে নিতে পারেন। যাতে থাকবে ফ্রেঞ্চ ম্যাকারুন, টি কেক, হ্যান্ডমেড চকলেট ও আনলিমিটেড কফি বা চা, দুপুর সাড়ে ৩টে থেকে। ব্যবস্থা থাকছে ডিনারেরও। ৬-কোর্স মেনু, স্পার্কলিং বেভারেজ ও হ্যান্ডমেড চকলেট মিলবে। কত টাকা তা এক্ষেত্রে ফোন করে জেনে নিতে হবে। যেতে চাইলে +৯১-৩৩-২২০২-০৯৭৫, +৯১ ৯১৪৭৩৮৩২৪২ কথা বলে নিতে পারেন।
যদি ডিনার ছাড়াও একরাত থাকতে চান, সে ব্যবস্থাও রয়েছে। বিশেষ স্টে অফার নিয়ে এসেছে তাজ তালকুটির। থাকছে প্রাইভেট ডাইনিং, পাঁচ-পদ বিশিষ্ট মেনু উপভোগের সুবিধা। অগ্রিম বুকিং করতে হবে। তার জন্য যোগাযোগ করতে হবে +৯১-৩৩-২২০২-০৯৭৫, +৯১ ৯১৪৭৩৮৩২৪২ নম্বরে।