শেষ আপডেট: 10th September 2024 14:17
দ্য ওয়াল ব্যুরো: মাথার উপর বৃষ্টি পড়বে কিন্তু গা ভিজবে না। ঠান্ডায় আরাম করে বসে কফি বা পছন্দের নানা পদ খেতে পারবেন। ভাবছেন, এ আবার কী! এ হল সেরা ক্যাফে। সেক্টর ৫, কর্পোরেট নগরীতে মাথা তুলে দাঁড়িয়ে আছে গ্লাস রুফটপ এই ক্যাফে। চারিদিকে কংক্রিটের দেওয়াল দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলে ঢুঁ মারাই যায় সবুজে ঘেরা এই ক্যাফেতে। আর পুজোর আগে আপনার ফেভারিট হ্যাং আউট ডেস্টিনেশনের তালিকায় ঢুকতে তারা নিয়ে এসেছে নতুন নতুন মেনু। যা রোজই পাওয়া যাচ্ছে তাদের এই আউটলেটে।
স্বাদের খেলা, খাবারে রঙের তারতম্য বা একটু অন্যরকম খাবার চেখে দেখতে চাইলে প্রথমেই আসে সেরার নাম। ব্রেকফাস্টে সেরা স্পেশাল ফার্ম ফ্রেস গুডনেস, গার্ডেন রোস্টেড সুইট পোট্যাটো, এগ বোল বা হার্ব ইনফিউসড ডিলাইট, মেডিটেরানিয়ান সানরাইজ় ওপেন স্যান্ডউইচ হতেই হবে আপনার মাস্ট হ্যাভ। অথবা অর্ডার করতে পারেন তিজুয়ানা হোম বেকড টাকোস বা ফ্রেশ ফিয়েস্তা, মরোক্কান চিকেন ক্রসো স্লাইডার। আর যদি কোনওদিন খাননি এমন খাবার খেতে চান, তাহলে অবশ্যই টেস্ট করুন স্টিকি কফি পনীর, অরেঞ্জ বেসিল চিকেন কাবাব ইত্যাদি।
এখানেই শেষ নয়, কাউকে নিরাশ করে না এই ক্যাফে। সি ফুড লাভারদের জন্য যেমন বিভিন্ন পদ রয়েছে তেমনই মাটন, চিকেন লাভারদের জন্যও রয়েছে। তাই দেরি না করে চটজলদি চলে আসুন এই ক্যাফেতে। সুন্দর সময় কাটান নিজের সঙ্গে, বন্ধুর সঙ্গে।