শেষ আপডেট: 12th December 2024 19:10
দ্য ওয়াল ব্যুরো: অ্যাভোকাডোকে 'সুপারফুড' বলা হয় কারণ এর একাধিক পুষ্টিগুণ রয়েছে। সুপার ফুড শুনে এই ফল রোজ খান এমন মানুষের সংখ্যা কম নয়। সুপারফুড মানেই কি রোজ খাওয়া ভাল? বিশেষজ্ঞরা বলছেন, মোটেও নয়।
অতিরিক্ত পরিমাণে অ্যাভোকাডো খেলে হিতের বিপরীত হতে পারে। এনিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলেন অ্যাপোলো ক্র্যাডল ও চিলড্রেনস হাসপাতালের ফুড, নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স বিশেষজ্ঞ ডঃ ভি কৃষ্ণা দীপিকা।
কী কী পুষ্টিগুণ রয়েছে অ্যাভোকাডোতে?
যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর বলছে, অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস, ফাইবার সঙ্গে ভিটামিন এ, সি ও ই রয়েছে। রয়েছে ম্যাগনেশিয়াম ও পটাসিয়ামও।
ডঃ ভি কৃষ্ণা দীপিকা জানাচ্ছেন, এই ফল খেলে
কিন্তু অ্যাভোকাডো কি প্রতিদিন খাওয়া নিরাপদ?
অ্যাভোকাডোতে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে, তবে এটি প্রচুর খেলে শরীরে ক্যালোরি বাড়তে পারে। যার সঙ্গে সমান তালে ওজনও বাড়বে। ডঃ দীপিকা জানান, অ্যাভোকাডোতে 'টায়রামিন' নামের একটি অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা রাতে খেলে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।
তাহলে কতটুকু অ্যাভোকাডো খাওয়া উচিত?
একটি গবেষণা বলছে, অ্যাভোকাডো বিভিন্ন দেশে যথেষ্ট দামে বিক্রি হয়। ফলে খুব বেশি রোজ কেউ খেতে পারেন না। কিন্তু তাও যদি ডায়েটে রাখা হয়, তাহলে অবশ্যই একটার বেশি নয়। সারাদিনে একটা অ্যাভোকাডো প্রাপ্ত বয়স্কদের জন্য যথেষ্ট।
কারা প্রতিদিন অ্যাভোকাডো খাবেন না?
ডঃ দীপিকা বলছেন, কিছু মানুষের প্রতিদিন অ্যাভোকাডো খাওয়া উচিত নয়। সেই তালিকায় রয়েছেন
বিশেষজ্ঞ বলছেন, অ্যাভোকাডো পুষ্টিকর খাবার হলেও, অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা উচিত। যথাযথ পরিমাণে খেলে এটি ওজন নিয়ন্ত্রণ, হৃদযন্ত্রের সুস্থতা এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে।